নওগাঁ প্রতিনিধি: নওগাঁর আত্রাই উপজেলায় বিয়ের পরদিন সড়ক দুর্ঘটনায় সাজেদুর রহমান (২৪) নামে এক যুবকের করুণ মৃত্যু হয়েছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ভবানীপুর বাজার থেকে বাড়ি ফেরার পথে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। সাজেদুর রহমান উপজেলার নন্দনালী গ্রামের বাসিন্দা এবং আজাদুর রহমানের ছেলে।
নিহতের ভগ্নিপতি রতন ইসলাম জানান, গতকালই সাজেদুর রহমানের বিয়ে হয়েছিল এবং আজ তার বাড়িতে বৌভাতের আয়োজন চলছিল। দুপুরের দিকে সাজেদুর মোটরসাইকেলে করে ভবানীপুর বাজার থেকে বৌভাতের জন্য দই আনতে যান। বাজার থেকে বাড়ি ফেরার পথে সুঁটকিগাছা এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে তিনি সড়কের ওপর ছিটকে পড়ে যান। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাজেদুর রহমানের আকস্মিক মৃত্যুর ঘটনায় পরিবার ও স্বজনদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া। জীবনের একটি নতুন অধ্যায় শুরুর একদিনের মধ্যেই এভাবে দুর্ঘটনায় তার মৃত্যু পরিবারের জন্য এক অপূরণীয় ক্ষতি হয়ে দাঁড়িয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আত্রাই থানার ওসি মো. লুৎফর রহমান বলেন, “সড়ক দুর্ঘটনায় সাজেদুর রহমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এ বিষয়ে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
সাজেদুর রহমানের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে, এবং তার বৌভাতের আনন্দ মুহূর্তেই পরিণত হয়েছে শোকের পরিবেশে।
মোঃ এ কে নোমান/এস আই আর