বৃহস্পতিবার, নভেম্বর ৭, ২০২৪
spot_img

নওগাঁর আত্রাইয়ে বজ্রপাতে যুবকের মৃ’ত্যু

নওগাঁ প্রতিনিধি: নওগাঁ জেলার আত্রাই উপজেলায় খালে মাছ ধরার সময় বজ্রপাতে রায়হান আলী মন্ডল (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ অক্টোবর) দুপুরে উপজেলার উদয়পুর খালে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত রায়হান আলী আত্রাই উপজেলার ক্ষুদ্রবিশা গ্রামের সাদেক আলীর ছেলে।

নওগাঁর আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাবুদ্দীন বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল থেকেই রায়হানসহ আরও কয়েকজন স্থানীয় খালে মাছ ধরছিল। দুপুরের দিকে আকস্মিক বজ্রপাত হলে রায়হান গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন।

ওসি শাহাবুদ্দীন আরও বলেন, বজ্রপাতের ঘটনা শোনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মো. এ কে নোমান/এস আই আর

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর