সোমবার, সেপ্টেম্বর ১৬, ২০২৪
spot_img

গুরুদাসপুরে কৃষকের গাছ কর্তন, লক্ষাধিক টাকার ক্ষতি

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুরের জুমাই নগরে এক কৃষকের আবাদি ৪০ শতাংশ জমির মধ্যে প্রায় ১৬ শতাংশের উঠতি আখ ও বরই গাছ কেটে সাবাড় করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ আগষ্ট) রাতে জুমাই নগর মাঠে এ ঘটনা ঘটে। এতে তার লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে। ধার-দেনা করে ওই ফসলের আবাদ করেছিলেন বলে জানান ভুক্তভোগী। ভুক্তভোগী মৃত আবু রায়হানের ছেলে রবিউল করিম। ঘটনার সঙ্গে কারা জড়িতে সেটা জানা যায়নি।

ভুক্তভোগীর পরিবার ও প্রতিবেশীরা জানান, রবিউল করিম তাঁর পৈত্রিক ৪০ শতাংশ জমিতে আখের সঙ্গে সাথী ফসল হিসেবে কুল বরইয়ের আবাদ করেন। আখ বিক্রি উপযোগী আর কুলগাছে ফুল আসা শুরু করেছে।গত বৃহস্পতিবার রাতে কোন এক সময়  ৫২টি কুলগাছ ও উঠতি আখ আংশিক কেটে ফেলা হয়েছে।

ক্ষতিগ্রস্থ রবিউল করিম জানান, তিনি ৪০ শতাংশ জমিতে আখ ও কুলের পাশাপাশি একাংশে পুঁই শাকের আবাদ করেছেন। শুক্রবার সকালে জমি থেকে পুঁই শাক সংগ্রহ করতে গিয়ে দেখেন তার জমির কুল গাছ ও আখ কেটে ফেলা হয়েছে। 

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জল হোসেন জানান, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর