সিয়াম রহমান, ঈশ্বরদী (পাবনা): পাবনার ঈশ্বরদীতে অর্ধগলিত অবস্থায় সাগর হোসেন (২৬) নামে এক অটোবাইক চালক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার (২৮ এপ্রিল) বিকেলে উপজেলার পাকশী রেল স্টেশনের দক্ষিণ পাশে আব্দুল লতিফ এর কলাবাগান থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত সাগর কুষ্টিয়া দৌলতপুর উপজেলার সাদীপুর গ্রামের সিরাজ মন্ডলের ছেলে বলে প্রাথমিকভাবে ধারনা করছে পুলিশ।
জানা যায়, গত ২২ এপ্রিল নিহত সাগর নিখোঁজ হওয়ায় পর দৌলতপুর থানায় একটি সাধারন ডায়রী করেন নিহতের স্বজনরা।
পুলিশের ধারনা অটোবাইক ছিনতাই করতেই তাকে হত্যা করা হয়েছে।