সোমবার, সেপ্টেম্বর ১৬, ২০২৪
spot_img

ঈশ্বরদীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণ অবস্থান কর্মসূচী পালন

ঈশ্বরদী প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্র ঘোষিত গণ অবস্থান কর্মসূচী পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫ আগষ্ট) সকালে ঈশ্বরদী আলহাজ্ব মোড় ও রেলগেটে পৃথক পৃথক ভাবে এসব কর্মসূচী পালন করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা সকাল ৯টায় শহরের আলহাজ্ব মোড়ে অবস্থান নেয়। এরপর সেখান থেকে একটি বিশাল মিছিল নিয়ে ঈশ্বরদী রেলগেট (জিরোপয়েন্ট) পদক্ষিণ করে আলহাজ্ব মোড়ে গিয়ে সমাবেশ করে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঈশ্বরদী উপজেলা সমন্বয়ক মুহিত মোস্তাকিম এর সভাপতিত্বে এসময় শিক্ষার্থীদের প্রতি সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন পাবনা জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডল।

সমাবেশে আরও বক্তব্য রাখেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় এর শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ইসরাইল হোসেন শান্ত, উপজেলা সহ-সমন্বয়ক ও ঈশ্বরদী সরকারী কলেজের শিক্ষার্থী মো. সজীব হাসান ও মো. আসাদুল ইসলাম।

এদিকে, ঈশ্বরদী রেলগেট থেকে মেইন রোড ও বাজার পদক্ষিণকরে ঈশ্বরদী সরকারী কলেজ পর্যন্ত একটি মিছিল করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেকটি গ্রুপ। উপজেলা সমন্বয়ক আসাদুজ্জামান রকিব এর পরিচালনায় মিছিলটিতে শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

সিয়াম রহমান/এস আই আর

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর