শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
spot_img

চা খেতে এসে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: ‎পাবনার ঈশ্বরদীতে দোকানে চা পান করে সড়ক পার হতে গিয়ে মোটরসাইকেলের ধাক্কায় ওয়াহেদ আলী মৃধা (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) সকাল ৮ টার দিকে দাশুড়িয়া-রুপপুর মহাসড়কের জয়নগর বোর্ড অফিস মোড় এলাকায় এ দূর্ঘটনার ঘটনা ঘটে। নিহত ওয়াহেদ আলী উপজেলার সলিমপুর ইউনিয়নের জয়নগর মধ্যপাড়া গ্রামের মৃত আবেদ আলী মৃধার ছেলে। 

‎স্থানীয় ও পুলিশ সূত্র জানিয়েছে, নিহত ওয়াহেদ আলী সড়কের অপর পার্শ্বের একটি চায়ের দোকান থেকে চা খেয়ে সড়ক পারাপারের সময় রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রে কাজে যাওয়া একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কায় খেয়ে পেছনে থাকা একটি মাইক্রোবাসের উপর ছিটকে পড়ে। এতে মাথায় প্রচন্ড আঘাতপ্রাপ্ত হন তিনি। তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনি মারা যান।

‎পাকশি পুলিশ ফাঁড়ির ওসি এম এ ওয়াদূদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি আহত অবস্থায় ওয়াহেদ আলীকে হাসপাতালে পাঠিয়েছে স্থানীয়রা। নিহতের পরিবার যদি কোন অভিযোগ করে তবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সিয়াম রহমান/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর