বুধবার, জুন ১৮, ২০২৫
spot_img

ময়মনসিংহের বাকৃবিতে স্নাতক ১ম বর্ষের ভর্তি কার্যক্রম শুরু

বাকৃবি প্রতিনিধি: ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) স্নাতক প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে, যা চলবে ৯ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত।

সোমবার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ে সশরীরে ভর্তি প্রক্রিয়া শুরু হয়। এর আগে, গত ৩ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মো. হেলাল উদ্দীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানানো হয়।

জানা গেছে, ৯ থেকে ১২ ডিসেম্বর প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে ছাত্র-ছাত্রীদের নির্ধারিত রিপোর্টিং স্থানে (প্রশাসন ভবন সংলগ্ন আমতলা, শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তন, সংশ্লিষ্ট ডিন ও ইনস্টিটিউট অফিস এবং টিএসসি কনফারেন্স হল) সশরীরে উপস্থিত হয়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি এবং আনুষঙ্গিক ফি ছয় হাজার দুইশত চৌদ্দ টাকা নির্ধারণ করা হয়েছে। যেহেতু প্রার্থীরা অনলাইনে দশ হাজার টাকা প্রদান করেছে, তাদেরকে কোনো নগদ অর্থ পরিশোধ করতে হবে না। অনলাইনে জমা দেওয়া দশ হাজার টাকা থেকে ছয় হাজার দুইশত চৌদ্দ টাকা কর্তন করে বাকি অর্থ পরবর্তীতে পূবালী ব্যাংকের মাধ্যমে তাদের অ্যাকাউন্টে ফেরত দেওয়া হবে।

আসিফ ইকবাল/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর