সোমবার, মে ২০, ২০২৪
spot_img

চাঁদা না দেওয়ায় হাতুড়ি দিয়ে পিটিয়ে ব্যবসায়ীর দুই হাত-পা ভেঙ্গে দেওয়ার অভিযোগ

সিয়াম রহমান, ঈশ্বরদী (পাবনা): পাবনার ঈশ্বরদীতে মৎস্য হ্যাচারির ব্যবসায়ীর নিকট থেকে দাবীকৃত চাঁদা না পেয়ে সাজ্জাদ হোসেন (৪৪) নামের এক ব্যবসায়ীকে ধরে নিয়ে গিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে দুই পাই ও হাত ভেঙ্গে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। শনিবার (২৩ মার্চ) সন্ধ্যায় ঈশ্বরদীর ঢুলটি বেদুনদিয়া সিপি মৎস্য খামারের সামনে এই ঘটনা ঘটে। আহত ব্যবসায়ী সাজ্জাদ হোসেন ঈশ্বরদীর ঢুলটি বেদুনদিয়া এলাকার মৃত আরশেদ আলী সরদারের ছেলে।

শেষ খবর পাওয়া পর্যন্ত গুরুতর আহত ব্যবসায়ী সাজ্জাদ হোসেন রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আজ মঙ্গলবার (২৬ মার্চ) দুপুরে এ ব্যাপারে আহত ব্যবসায়ী সাজ্জাদ হোসেনের বড় ভাই ইয়ারুল সরদার বাদী হয়ে ঈশ্বরদী থানায় ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২/৩জনকে আসামী করে একটি মামলা দায়ের করেছেন।

প্রত্যক্ষদর্শী, ভুক্তভোগী ও মামলার এজাহার সুত্রে জানা যায়, আহত সাজ্জাদ হোসেন দীর্ঘদিন ধরে ঈশ্বরদীর ঢুলটি বেদুনদিয়া সিপি মৎস্য খামারের গাড়ি সরবরাহসহ খামার সংশ্লিষ্ট ব্যবসা করে আসছেন। বেশ কিছুদিন ধরে একদল ব্যক্তি ক্ষমতাসীন দলের পরিচয়ে সাজ্জাদ হোসেনে নিকট চাঁদা দাবী করে আসছিল। তাদের দাবীকৃত চাঁদা না দেওয়ায় হুমকি ধামকিসহ ভয়ভীতি প্রদর্শন করে।

ঘটনার দিন সন্ধ্যায় সাজ্জাদ হোসেন দাশুড়িয়া বাজার থেকে তিন লাখ টাকা নিয়ে মোটর সাইকেল যোগে মৎস্য হ্যাচারিতে আসছিল। পথেমধ্যে ১২/১৫ জন ব্যক্তি হাতে লোহার জিআই পাইপ, রড, লাঠিসোটা নিয়ে ব্যবসায়ী সাজ্জাদের গতিরোধ করে আটক করে। তারা হাতুড়ি ও জিআই পাইপ দিয়ে পিটিয়ে সাজ্জাদের দুই পা ও হাত ভেঙ্গে গুরুতর ভাবে আহত করে। এসম তার নিকট থাকা ব্যবসার নগদ দুই লাখ ৬০ হাজার ৩৪০ টাকা ও মোটর সাইকেলটি ছিনিয়ে নেয়।

ব্যবসায়ী সাজ্জাদ হোসেনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

মামলার বাদী ইয়ারুল সরদার জানান, হামলাকারীরা এলাকার চিহিৃত ব্যক্তি। ক্ষমতাসীন দলের পরিচয়ে এলাকায় নানা রকম সন্ত্রাসী কার্যকলাপ করে আসছে। ব্যবসায়ী সাজ্জাদের অবস্থা গুরুতর। এই বিষয়ে থানায় ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২/৩ জনকে আসামী করে মামলা দায়ের করেছি।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম জানান, এই বিষয়ে আহত ব্যবসায়ী সাজ্জাদ হোসেনের ভাই ইয়ারুল সরদার বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত মোঃ পাভেল (৩৩) নামের এক আসামীকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার অন্যান্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান ওসি।

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর