দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে। সোমবার (১ জুলাই) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মো: জাহিদুল ইসলাম (৪৫), বাবা মরহুম মহির উদ্দিন, গ্রাম খালাশপীর (ঠাকুরদাশ লক্ষ্মীপুর), থানা- পীরগঞ্জ, জেলা- রংপুর।
জানা যায়, নিহতের স্ত্রী মোছা: রুপালী বেগম, মেয়ে মোছা: জেমি আক্তার ও একই গ্রামের তার আত্মীয় আবু বক্কর সরকার হিরু মিয়াসহ (৬৫) নিজ বাড়ি হতে মো: জাহিদুল ইসলাম তার নিজস্ব ব্যাটারিচালিত চার্জার ভ্যানযোগে নবাবগঞ্জ থানাধীন গোলাপগঞ্জ বাজারের স্থানীয় ডাক্তারের কাছে ওষুধ নেয়ার জন্য আসেন। ডাক্তারের কাছে ওষুধ নিয়ে তারা সকলে একই ভ্যান যোগে গোলাপগঞ্জ বাজার হতে নিজ বাড়ির উদ্দেশে রওনা হয় সোমবার দুপুর একটার সময় নবাবগঞ্জ থানাধীন ৩ নম্বর গোলাপগঞ্জ ইউনিয়নের গোলাপগঞ্জ বাজার হতে সিতারকোর্ট বাজারের মাঝামাঝি স্থানে রাস্তা দিয়ে একইসাথে পাঁচটি গরু পার হওয়ার সময় একটি গরুর সাথে চলন্ত ভ্যানটির ধাক্কা লাগে। এতে করে ভ্যানের ওপর বসে থাকা আবু বক্কর সরকার হিরু মিয়া (৬৫), বাবা মরহুম মোজাব উদ্দিন সরকার, সাং-খালাশপীর (ঠাকুরদাশ লক্ষ্মীপুর), থানা-পীরগঞ্জ, জেলা-রংপুর ভ্যান হতে ছিটকে পরে রাস্তার পাশে থাকা বৈদ্যুতিক পিলারের সাথে ধাক্কা খেয়ে মাথায় গুরুতর জখমপ্রাপ্ত হয়।
এ সময় ভ্যানচালক মো: জাহিদুল ইসলাম তার স্ত্রী-সন্তান ও উপস্থিত লোকজনের সহযোগীতায় আবু বক্কর সরকার হিরু মিয়াকে ওই ভ্যানযোগে তাৎক্ষণিকভাবে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসার জন্য ভর্তি করায়। চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক।
মোঃ আবদুর রাজ্জাক/এস আই আর