পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার ১নং বাংলাবান্ধার সীমান্তে মহানন্দা নদী থেকে অজ্ঞাত এক ব্যাক্তির রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে তেঁতুলিয়া উপজেলার জাকির জোত এলাকায় মহানন্দা নদী সীমান্ত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে দিকে মহানন্দা নদীতে পাথর উত্তোলনের কাজে যাচ্ছিলেন শ্রমিকরা। এসময় তারা নদীর পাড়ে পা বাধা রক্তাক্ত লাশ দেখতে পায়। পরে স্থানীয়রা ইউপি সদস্যকে খবর দিলে তিনি বিজিবিসহ তেঁতুলিয়া মডেল থানা-পুলিশকে জানায়, পরে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
তেঁতুলিয়া মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কবির চন্দ্র সরকার জানান, মরদেহের পরিচয় শনাক্তে সিআইডির বিশেষ একটি দল ঘটনাস্থলে এসে প্রক্রিয়া শেষ করে ফরেনসিকে পাঠানো হবে বলে জানিয়েছেন। পরে পরিচয় জানা যাবে।
তিনি আরো বলেন লাশের হাত, মাথা, গলা, কপাল ও চোয়ালে আঘাতের চিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
তেঁতুলিয়ায় মডেল থানার ওসি সুজয় কুমার জানান, এ বিষয়ে তেঁতুলিয়া মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে।
মেহেদী হাসান মিরাজ/এস আই আর