মেহেদী হাসান মিরাজ, পঞ্চগড়: পঞ্চগড়ে মেডিকেলে চান্স পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়, ১৫ জন মেয়ে ও ২ জন ছেলে, ২০২৩-২০২৪ ইং সনে দেশের বিভিন্ন সরকারি মেডিকেলে ভর্তি সুযোগ পাওয়ায় সংবর্ধনার ব্যবস্থা করেন পরিবেশ বন্ধু সংগঠন ।
পঞ্চগড় জেলার চিকিৎসা সেবা উন্নয়নে সবাই ভুমিকা রাখবেন । ,এটা পঞ্চগড় বাসীর চাওয়া সকলে চিকিৎসায় উচ্চ ডিগ্রি নিয়ে ফিরে এসে পঞ্চগড়ে ৫ উপজেলার হাসপাতাল গুলোতে উন্নত চিকিৎসা সেবা দিবেন এই প্রত্যাশা পঞ্চগড় বাসির।
পরিবেশ বন্ধু’ সংগঠন সোমবার বিকালে পঞ্চগড় নজরুল পাঠাগার মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেঅনুষ্ঠানে নয়ন তানভীরুল বারি এর সঞ্চালনায়, এভারেস্ট প্রি ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও বিপি সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক মো. মোজিরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি সিভিল সার্জন ডা. মো. মোস্তফা জামান চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের সহকারী পরিচালক ডা. এস. আই এম রাজিউল করিম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের সহকারী পরিচালক এসআইএম ডা. রাজিউল করিম রাজু, জেলা বিএমএর সাধারণ সম্পাদক ও সিনিয়র কনসালটেন্ট ডা. মনসুর আলম, সিনিয়র কনসালটেন্ট ডা. আমির হোসেন, সিনিয়র কনসালটেন্ট ডা. মো. মনোয়ারুল ইসলাম,সিনিয়র সাংবাদিক সহিদুল ইসলাম,ইন্জিনিয়ার মানিক খান, ইমন, রাব্বি, পরিবেশ বন্ধু সংগঠনের সদস্য গণ।অভিভাবক ও কৃতি শিক্ষার্থী গণ। অনুষ্ঠানে অনেকে বক্তব্য রাখেন, বিভিন্ন উপদেশ মুলক আলোচনা হয়।সবার অভিমত প্রকাশ করেন।