বুধবার, নভেম্বর ১৩, ২০২৪
spot_img

নীলফামারীতে পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় ৪জন নিহত

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। এঘটনায় একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। 

বুধবার (৯ অক্টোবর) বিকালে সদর উপজেলার কচুকাটা ব্রীজ, দুপুরে ডোমারের জালালের‌ মোড় এলাকা, রাতে সৈয়দপুর ও সদরের পাচমাথা মোড় এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন জলঢাকা উপজেলার রাজারহাট এলাকার মৃত মহিউদ্দিনের ছেলে দেলোয়ার হোসেন( ৬৫), দিনাজপুর বিরামপুর কুশাখানি এলাকার মঞ্জুরুল ইসলামের স্ত্রী রোজিনা বেগম (৪৫), সৈয়দপুর ধলাগাছ এলাকার বাবলু মিয়ার স্ত্রী রাহেনা বেগম( ৬০) ও আরেক জনের নাম পরিচয় পাওয়া যায় নি। 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, আজ বিকালে নিহত দেলোয়ার হোসেন সদরের কচুকাটা ব্রিজ পাড় হচ্ছিল। এসময়ে অপরদিক থেকে দ্রুত গতিতে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দিলে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যায়।

অপরদিকে দুপুরে ব্যাটারি চালিত ইজিবাইকে স্বামী সহ ডিমলা উপজেলার কলোনি ভাটিয়াপাড়ায় আত্মীয়র বাড়িতে যাচ্ছিলেন রোজিনা বেগম। ডোমারের জালালের‌ মোড় নামক স্থানে পৌঁছালে ট্রাক অটো মুখোমুখি সংঘর্ষে তিনি ও তার স্বামী গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে রোজিনা বেগমকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার স্বামী আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

রাত ৯টার দিকে সৈয়দপুর শহরের দিনাজপুর রোডের বাবু সরকার মোড় এলাকা ও নীলফামারী সদরের পাঁচমাথা মোড় এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলেই দুজন মারা যায়। 

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)এম আর সাঈদ বলেন, বিকালে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। অপরদিকে রাতে পাচমাথা মোড় এলাকায় একজনের মৃত্যু হয়েছে এখনো তার পরিচয় পাওয়া যায়নি। 

ডোমার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আরিফুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনার সময় স্থানীয়রা ট্রাকটিকে আটক করলেও চালক এবং হেলপার পালিয়ে যায়।

সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফইম উদ্দিন বলেন, সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সেলিম রেজা/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর