বুধবার, সেপ্টেম্বর ১১, ২০২৪
spot_img

তেঁতুলিয়ায় মিষ্টির দোকান গুলোতে পাওয়া যাচ্ছেনা মিষ্টি

পঞ্চগড় প্রতিনিধি: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলছে দির্ঘদিন থেকে এই আন্দলোন শুরুহয়’ ১ জুলাই ২০২৪ শে, আন্দলোনের মুল উদ্দেশ্য ছিলো কোটা সংস্কার এবং পরবর্তী অসহযোগ আন্দোলনে নেতৃত্ব প্রদান।

শুরু থেকে এ আন্দোলনের, ১৫৮ সদস্যের সমন্বয়ক দল গঠন করে, যার মধ্যে ৪৯ জন হলেন সমন্বয়ক ও ১০৯ জন হলেন সহ-সমন্বয়ক। ২৬-৯ দফা পর্যন্ত আন্দোলন করে শিক্ষার্থীরা, শিক্ষার্থীদের কোনো দফাকেই সরকার মানতে রাজি ছিল না, এক পর্যায়ে লাঠি চার্জ, টিয়ারশেল বিভিন্ন কল কৌশল খাটান শিক্ষার্থীদের দামানোর জন্য, কিন্তু শিক্ষার্থী সমস্ত বাধা অতিক্রম করে চালিয়ে যায় আন্দোলন,শিক্ষার্থীদের শত, শত, প্রান যখন চলে যায় তখন তাদের পাশে দারায় বিভিন্ন, বিশ্ববিদ্যালয় ইউনির্ভার্সিটি সহ বিভিন্ন স্কুল,কলেজের শিক্ষার্থীরা,

অনেক শিক্ষার্থীর প্রান গেলেও রাজি হয়নি সরকার,তার পড়ে দফা কমিয়ে সরকার পদত্যাগের (১ দফার)আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা, এতে সামর্থন করে, বিএনপি, জামাতি ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জনসাধারণ, দির্ঘদিন আন্দোলন চলার পর আজ ৫ আগস্ট পদত্যাগ করে সরকার। সেই, খুশিতে পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলায় বিভিন্ন এলাকায় মিষ্টি পাওয়া যাচ্ছে না।

মেহেদী হাসান মিরাজ/এস আই আর

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর