পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে দীর্ঘ দেড় যুগ পর প্রকাশ্যে সদস্য (রুকন) সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী পঞ্চগড় জেলা শাখা। জেলা সরকারি অডিটোরিয়ামে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। পঞ্চগড়ে এর আগে সর্বশেষ ২০০৬ সালে জামায়াতে ইসলামী প্রকাশ্যে বিভিন্ন কর্মসূচি পালন করেছিল।
শনিবার (১২ অক্টোবর) সকাল ১০টায় কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। সম্মেলনে সভাপতি করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা আমীর অধ্যাপক ইকবাল হুসাইন।
এ সময় প্রধান অতিথি ছিলেন-বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর দিনাজপুর অঞ্চল টিম সদস্য মোঃ আব্দুর রশিদ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-কেন্দ্রীয় মসলিসে সূরা সদস্য মাওলানা মোঃ আব্দুর হাকিম,পঞ্চগড় জেলা সেক্রেটারি মাওলানা দেলোয়ার হুসাইন,নায়েবে আমীর মাওলানা মফিজ উদ্দিন,বায়তুলমাল সম্পাদক মাওলানা মনিরুল ইসলাম,বোদা উপজেলা আমীর মাওলানা আব্দুল বাসেত,দেবীগঞ্জ আমীর মাওলানা আবুল বাশার বসুনিয়া,ব্যারিষ্টার মাহমুদ আল মামুন (হিমু),ছাত্রশিবিরের জেলা সভাপতি জুলফিকার রহমান,সেক্রেটারি রাশেদ ইসলাম প্রমুখ্য।
এসময় প্রধান অতিথি সহ বিভিন্ন নেতা-কর্মীরা বক্তব্য রাখেন এবং সভাপতির সমাপনী বক্তব্যের মধ্যমে সম্মেলন শেষ হয়।
ওয়াহিদুল করিম/এমএ