বুধবার, নভেম্বর ১৩, ২০২৪
spot_img

আওয়ামী সন্ত্রাসীদের বিচারের দাবিতে পঞ্চগড় জেলা জামায়াত

পঞ্চগড় প্রতিনিধি: ২০০৬ সালের ২৮ শে অক্টোবর আওয়ামী সন্ত্রাসীদের লগি-বৈঠার বর্বরোচিত হামলা ও নির্বিচারে গুলিবর্ষণে জড়িতদের বিচারের দাবি এবং শহীদদের স্মরণে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী পঞ্চগড় জেলা শাখা।

আজ(২৮ শে অক্টোবর) সোমবার দুপুর ৩ টায় পঞ্চগড় শহরের শেরে বাংলা মুক্ত মঞ্চে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।এরপর কোরআন তেলাওয়াতের মাধ্যমে আলোচনা সভার সূচনা হয়।আলোচনা ও দোয়া মাহফিলের সভাপতি পঞ্চগড় জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মফিজ উদ্দিনের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের মূল কার্যক্রম শুরু হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-পঞ্চগড় জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোঃ দেলোয়ার হুসাইন।

আরো বক্তব্য রাখেন-জেলা জামায়াতের সহ-সেক্রেটারী মাওলানা আশরাফুল আলম,বায়তুলমাল সম্পাদক মাওলানা মনিরুল ইসলাম,দেবীগঞ্জ উপজেলা আমীর মাওলানা আবুল বাশার বসুনিয়া,জেলা ছাত্রশিবিরের সভাপতি মোঃ জুলফিকার রহমান,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোঃ ফজলে রাব্বি,কামাত কাজলদিঘি ইউনিয়নের চেয়ারম্যান তোফায়েল প্রধান,হাড়িভাসা ইউনিয়নের চেয়ারম্যান সাইয়েদ নূর-ই-আলম প্রমূখ্য।

এসময় জেলার বিভিন্ন এলাকা থেকে নেতা-কর্মীরা আলোচনা ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করে।সকল অতিথিদের আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন অনুষ্ঠানের সভাপতি মাওলানা মফিজ উদ্দিন।দোয়া শেষে ২০০৬ সালে ২৮ শে অক্টোবর ঘটে যাওয়া ঘটনার ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।

মোঃ ওয়াহেদুল করিম/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর