মেহেদী হাসান মিরাজ, পঞ্চগড়: পঞ্চগড়ে পলিথিন পেলেই নেয়া হবে আইনি ব্যবস্থা, আগামী (১ নভেম্বর) থেকে পলিথিন বিরোধী অভিযান শুরু হচ্ছে পঞ্চগড়ে। সরকারের নির্দেশনা মোতাবেক পলিথিন পেলেই আইনি ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন।
মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় এ ঘোষণা দেন জেলা প্রশাসক মো: সাবেত আলী। জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় এই মতবিনিময় সভার আয়োজন করেঞ্জ। নিষিদ্ধ ঘোষিত পলিথিন/পলিপ্রপাইলিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে অংশিজনের অংশগ্রহণে এই সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভিন্ন ব্যবসায়ী, শিল্প কারখানার কর্তৃপক্ষ ছাড়াও অতিরিক্ত জেলা প্রশাসক আবু সাঈদ, পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক ইউসুফ আলী, পঞ্চগড় প্রেসক্লাবের আহ্বায়ক সরকার হায়দার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফজলে রাব্বি, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) জেলা শাখার সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম জুয়েলসহ আরো অনেকে বক্তব্য রাখেন।
এসময় জেলা প্রশাসক বলেন, পলেথিন আমাদের স্বাস্থ্য ঝুঁকিতে ফেলেছে। এটা নির্মুল করার জন্য সরকার কাজ করছে। আগামী ১ নভেম্বর থেকে পলিথিন বিরোধী অভিযান শুরু হবে। পলিথিন পেলেই নেয়া হবে আইনি ব্যবস্থা।
এসময় তিনি স্থানীয় উদ্যোক্তাদের পাটের ব্যাগ আমদানি করে পঞ্চগড়ে বিক্রি করার পরামর্শ দেন।
/এমএ