শনিবার, মে ১৮, ২০২৪
spot_img

ঠাকুরগাঁওয়ে শীতের তীব্রতা থেকে মুক্তি পেতে সারাদিন খড়কুটো পুড়ে শীত নিবারণের চেষ্টা

মো: আলমগীর, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে পুরো জেলা। বৃষ্টির মতো ঝরছে সেই কুয়াশা। সঙ্গে তীব্র শীত। ফলে চরম দুর্ভোগে পড়েছে দরিদ্র ও ছিন্নমূল মানুষ। প্রয়োজনেও ঘর থেকে বের হতে পারছে না কেউ। মঙ্গলবার ভোর থেকে জেলাজুড়ে এ পরিস্থিতি বিরাজ করছে।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) ঠাকুরগাঁওয়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস। জানুয়ারি মাসের শুরু থেকেই ধীরে ধীরে বাড়ছে শীত। কনকনে ঠান্ডা আর হিমেল হাওয়ার সঙ্গে বৃষ্টির মতো কুয়াশা পড়ায় দুর্ভোগের শেষ নেই স্থানীয়দের।

গত ৭ দিন ধরে আকাশ মেঘাচ্ছন্ন থাকাসহ ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় বেড়েছে শীতের তীব্রতা। কুয়াশার চাদর ভেদ করে সূর্যের উত্তাপ না পাওয়ায় শীতের তীব্রতা থেকে মুক্তি পেতে অনেককে খড়কুটো জ্বালাতে দেখা গেছে। তবে শীতের তীব্রতায় দরিদ্র ও ছিন্নমূল মানুষ বিপাকে পড়লেও জেলা প্রশাসন থেকে শীতার্তদের তেমন সহযোগিতা করতে দেখা যায়নি।

স্থানীয় কৃষকরা জানান, অনেক ঠান্ডা আর ঘন কুয়াশার সঙ্গে পড়ছে বরফের মতো বৃষ্টি। সন্ধ্যার পর ঠান্ডার দাপটে ঘর থেকে বেরোনো যাচ্ছে না। সকাল-সন্ধ্যা খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণ করতে হচ্ছে। রোপণকৃত আলু ও আমন ধানের বীজে পচন দেখা দিচ্ছে বলেও জানান তারা।

এ পরিস্থিতি আরও কয়েকদিন থাকতে পারে বলে জানিয়েছেন ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সিরাজুল ইসলাম।

এস আই আর

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর