সোমবার, মে ২০, ২০২৪
spot_img

ঠাকুরগাঁওয়ে পুড়ে ছাই বসত ঘর, খোলা আকাশের নিচে ৩১ পরিবার

মোস্তাফিজুর রহমান আকাশ, ঠাকুরগাঁও: অসাবধানতাবশত ধুপের আগুন লেগে গোয়াল ঘরের গরু ছাগল সহ ৩১ বাড়ি পুড়ে ছাই হয়ে যায় । এতে বসতভিটা, আসবাবপত্র, গরু, ছাগল, ঘরে থাকা নগদ টাকাসহ প্রায় ৩০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারদের।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারী) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার আখানগর ইউনিয়নের মধ্যে ঝাড়গাও গ্রামে এ ঘটনা ঘটে। 

ক্ষতিগ্রস্তরা জানান, সন্ধ্যায় আশরাফ আলীর গোয়ালা ঘরে গরু ঢুকানোর পরে ধুনার ধুপ জ্বালায় আশরাফের পরিবারের লোকজন। কিছুক্ষণ পর ধূপের আগুন থেকে এই আগুনের উৎপত্তি হয়। আগুন মুর্হূতেই সারা ঘরে ছড়িয়ে পড়ে। এতে গোয়াল ঘরে থাকা তিনটি গরু ও  চারটি ছাগল সহ মোট ৩১টি থাকার ঘর আগুনে পুড়ে যায়। এছাড়া নগদ প্রায় ৩ লাখ টাকা, আসবাব পত্র ও অন্যান্য মালামালও পুড়ে যায়। এতে প্রায় আনুমানিক ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।

এই সময় ক্ষতিগ্রস্ত ইয়াসিন আলী বলেন, আমি আশরাফ চাচার বাড়ি থেকে ধুয়া দেখতে পাই আর কিসের ধোঁয়া বলে চিৎকার ও দিয় কিন্তু কেউ সারা দেয়নি চোখের পলকে আগুন সমস্ত বাড়িতে ছড়িয়েএ যায়। বাড়ির আসবাবপত্রসহ মূল্যবান জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এখন এই ক্ষতি যে কিভাবে কাটিয়ে উঠব বুঝতে পারছি না।

ঠাকুরগাঁওয়ে পুড়ে ছাই বসত ঘর, খোলা আকাশের নিচে ৩১ পরিবার
পুড়ে যাওয়া বসত ঘর। ছবি: জনতার বার্তা

এই বিষয়ে ২ নং আখানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রোমান বাদশা বলেন, হঠাৎ খবর শুনে তাৎক্ষানিক ঘটানাস্থলে যায় এবং গিয়ে দেখি যে আমার যাওয়ার পূর্বেই ৩১ টি বাড়ি পুরে ছাই হয়ে গেছে। সে সাথে তিনটি গরু, চারটি ছাগল,ধান,চালসহ নগদ আনুমানিক ৩ লক্ষ টাকা আগুনে পুড়ে গেছে। ৩১ টি পরিবারে মোট ক্ষয়ক্ষতির আশংকা প্রায় ৩০ লাখ টাকা।

এই সময় তিনি আরো জানান ক্ষতিগ্রস্তদের পরনের কাপড় ছাড়া আর কোনো কিছুই অবশিষ্ট নেই। উপজেলা প্রশাসন কম্বল ও খাদ্য পাঠাবেন বলে আশ্বস্ত করেছেন।

ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন বলেন, ৩১টি পরিবারের জন্য প্রয়োজনীয় সরকারি সহায়তা পাঠানো হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে আরও সহায়তার ব্যবস্থা করা হবে।

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর