শনিবার, জুন ২১, ২০২৫
spot_img

ঠাকুরগাঁওয়ে চিলারং ইউনিয়নে বিনামূল্যে চাল বিতরণ

মোস্তাফিজুর রহমান আকাশ, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নে বিনামূল্যে ভিজিএফের চাল বিতরণ শুরু হয়েছে। শনিবার সকালে সদর উপজেলা চিলারং ইউনিয়নে এই চাল বিতরণ করা হয়।

উক্ত ইউনিয়নের ২২শ ৫০ জন মানুষের মাঝে এই চাল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চিলারং ইউনিয়নের চেয়ারম্যান ফজলুল হক,টেক অফিসার সাজ্জাদ হোসেন,স্থানীয় মেম্বারসহ গণ্যমান্য ব্যক্তিরা।

ইউপি চেয়ারম্যান ফজলুল হক বলেন, চাল বিতরণ সুষ্ঠুভাবে করতে প্রত্যেকটি ওয়ার্ডে হতদরিদ্র ও কর্মহীন মানুষের নামের তালিকা তৈরি করা হয়েছে। সে অনুযায়ী চাল বিতরণ করা হয়েছে বলে জানান তিনি।

জেলা প্রশাসকের দেয়া তথ্য মতে, ২০২৩-২৪ অর্থ বছরের মানসিক সহায়তা কর্মসূচির আওতায় আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে ঠাকুরগাঁও জেলায় এবারে ১ লাখ ২৪ হাজার ১৬৬ মানুষের মাঝে বিনামূল্যে ১০ কেজি করে এই চাল দেয়া হবে।

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর