রবিবার, মে ১৯, ২০২৪
spot_img

মুক্তি পেলেন বিএনপি নেতা শরিফুল আলম

জামিনে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরিফুল আলম।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) রাত ৯টায় ৩ মাস ২১ দিন কারাভোগের পর গাজীপুর জেলার কাশিমপুর-২ কারাগার থেকে মুক্তি পেয়েছেন তিনি। গত বছরের ৩ নভেম্বর ভৈরব থেকে সাদা পোশাকে পুলিশ পরিচয়ে তাকে তুলে নেওয়া হয়। পরে ডিবি পুলিশ তাকে আটকের ঘটনা স্বীকার করে।

তিনি বলেন, আমি বন্দি অবস্থায় আমার নির্বাচনী এলাকা কিশোরগঞ্জ -৬ (ভৈরব-কুলিয়ারচর),কিশোরগঞ্জ জেলা এবং ময়মনসিংহ বিভাগ সহ দেশের সকল পর্যায়ে নেতা-কর্মী,আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও দল-মত নির্বিশেষে  জনগণ যারা আমার মুক্তির জন্য বিভিন্নভাবে দোয়া ও সহযোগিতা করেছেন তাদের প্রতি আমি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি ঢাকা ও কিশোরগঞ্জ জেলা এর সংশ্লিষ্ট বিজ্ঞ আইনজীবীদের জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। এছাড়াও গণতন্ত্রের চলমান এই আন্দোলনে আমার সহকর্মী ও সহযোদ্ধা সর্বস্তরের নেতাকর্মী যারা বিভিন্নভাবে নির্যাতন ও ত্যাগ স্বীকার করেছেন এবং করছেন তাদের ও জানাই সংগ্রামী সালাম।

শরিফুল আলম বলেন, গণতন্ত্র ও ভোটের অধিকার ফিরে না আসা পর্যন্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দেশ নায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে এই সংগ্রাম চলছে এবং চলবে।

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর