বুধবার, সেপ্টেম্বর ১১, ২০২৪
spot_img

ছাত্র আন্দোলনে নি’হ’তদের স্মরণে নোবিপ্রবিতে মোমবাতি প্রজ্বলন

নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করা হয়েছে। এ সময় এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে নিহতদের প্রতি শোক প্রকাশ করেন নোবিপ্রবি থিয়েটারের সদস্যরা। রোববার (১৮ আগস্ট) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠানের আয়োজন করেন সংগঠনটি।

জানা যায়, নোয়াখালীসহ সারাদেশের নিহত হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্বলন কর্মসূচির আয়োজন করে নোবিপ্রবি থিয়েটার। এসময় নাট্যকর্মীরা বৈষম্যবিরোধী আন্দোলনে আত্মত্যাগ করা শহীদদের ছবির সামনে মোমবাতি প্রজ্বলন করেন। উপস্থিত শিক্ষার্থীরা হাতে হাতে মোমবাতি প্রজ্বলন করে জাতীয় সংগীত পরিবেশনে করে সেখানে ঘণ্টাব্যাপী অবস্থান করেন। কর্মসূচিতে তারা আন্দোলনে শহীদদের প্রতি শোক প্রকাশ করে নীরবতা পালন করেন।

নোবিপ্রবি থিয়েটারের সভাপতি হাসিব আল আমিন বলেন, আমাদের নোয়াখালীর অনেক সাহসী সন্তান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিয়ে শহীদ হয়েছেন। এছাড়াও সারাদেশেও অসংখ্য মানুষ শহীদ হয়েছেন। তাদের আত্মত্যাগের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। তাই আমরা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমরা প্রত্যাশা করি, এই শহীদদের রক্তের বিনিময়ে দেশ থেকে বৈষম্য দূর হবে।

এসময় নোবিপ্রবি থিয়েটারের সাংগঠনিক সম্পাদক আহমেদ উল্যাহ বাবু, শাজনীন মীমসহ নোবিপ্রবি থিয়েটারের সদস্যরা উপস্থিত ছিলেন।

সাজিদ খান/এস আই আর

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর