বৃহস্পতিবার, ডিসেম্বর ৫, ২০২৪
spot_img

ক্রিকেটে সাবেক-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে জমকালো আয়োজন “এসপিসিজি নাইট-৫ম আসর” অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১লা নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এই টুর্নামেন্টটি শুরু হয়। ছয়টি দল নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলের নাম রাখা হয় কাজী নজরুল ইসলামের সাহিত্য ও সৃষ্টির বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক থেকে অনুপ্রাণিত হয়ে।

এবারের আসরে ছয়টি দল অংশগ্রহণ করে। দলগুলো হলো – সাম্যবাদী স্ট্রাইকার্স, বাঁধনহারা ব্লাস্টার্স, ধূমকেতু ড্রিমার্স, চক্রবাক চ্যালেঞ্জার্স, অগ্নিবীণা এভেঞ্জার্স, এবং বিদ্রোহী ব্লেজার্স। প্রতিটি দল তাদের কর্মদক্ষতা ও মনোবল দিয়ে নিজেদের সেরাটা উপস্থাপন করতে প্রতিযোগিতায় অংশ নেয়। চূড়ান্ত লড়াইয়ে জয় লাভ করে বিদ্রোহী ব্লেজার্স, আর রানার্সআপ হয় সাম্যবাদী স্ট্রাইকার্স।

আয়োজনটি সফল করতে বেশ কয়েকটি স্পন্সর প্রতিষ্ঠান এগিয়ে আসে। টাইটেল স্পন্সর হিসেবে ছিল ক্লেমন, আর পাওয়ার্ড বাই স্পন্সর হিসেবে যুক্ত হয় ঘড়ি ডিটারজেন্ট। এছাড়াও স্ন্যাক্স পার্টনার হিসেবে ছিল মেঘনা বাটার বান, আর ফটোগ্রাফি পার্টনার হিসেবে ছিল নন্দনচিত্র। মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত ছিল জাককানইবি সাংবাদিক সমিতি, জাককানইবি প্রেসক্লাব, জাককানইবি সাংবাদিক ফোরাম, কালের কণ্ঠ, ঢাকা পোস্ট, ময়মনসিংহ অনলাইন নিউজ, জাগো বুলেটিনসহ আরও কিছু প্রতিষ্ঠান। লজিস্টিক্স পার্টনার ছিল ম্যাডবুল এবং অনফিল্ড কাভারেজ পার্টনার হিসেবে ছিল ডাগ আউট ও অনিক জাবের।

টুর্নামেন্টটি আয়োজনের মূল লক্ষ্য ছিল বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ব ও বন্ধুত্বের সম্পর্ককে আরও সুদৃঢ় করা। বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা তাদের পুরোনো বন্ধুদের সঙ্গে দেখা করার সুযোগ পায় এবং বর্তমান শিক্ষার্থীরা তাদের অভিজ্ঞতা শেয়ার করতে পারে। এই মিলনমেলা ও প্রতিযোগিতা নতুন প্রজন্মের শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক হয়ে দাঁড়ায়। টুর্নামেন্ট শেষে বিজয়ী দল বিদ্রোহী ব্লেজার্স এবং রানার্সআপ সাম্যবাদী স্ট্রাইকার্সকে পুরস্কৃত করা হয়।

মো. সাইফুল ইসলাম/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর