শুক্রবার, ডিসেম্বর ৬, ২০২৪
spot_img

পঞ্চগড়ে শেখ হাসিনাসহ ৮৭ জনের বিরুদ্ধে মামলা 

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ২০০৬ সালের ২৮ অক্টোবরের হামলার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৮৭ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা করা হয়েছে।

শুক্রবার (১ নভেম্বর) পঞ্চগড় সদর থানায় এই মামলাটি দায়ের করেন শাহীন আলম আশিক নামে এক ব্যক্তি। মামলার বাদী সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের যুগিভিটা এলাকার আবু আলম মুহাম্মদ আব্দুল হাই হেলালের ছেলে।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম মাসুদ পারভেজ বিষয়টি নিশ্চিত করেন।

শেখ হাসিনা ছাড়াও মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন- সাবেক সংসদ সদস্য মজাহারুল হক প্রধান ও নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তা, সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট ও আব্দুল হান্নান শেখ, সাবেক পৌর মেয়র জাকিয়া খাতুন, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম।

মামলায় উল্লেখ করা হয়, ২০০৬ সালের ২৮ অক্টোবর তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনার আহ্বানে পঞ্চগড়ের আওয়ামী লীগের নেতাকর্মীরা পঞ্চগড়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়। সেদিন জেলা বিএনপির দলীয় কার্যালয়ে সমাবেশে হাফিজাবাদ ইউনিয়ন থেকে যোগ দিতে আসা নেতাকর্মীদের ওপর হামলা করা হয়। এতে আহত হন মামলারা বাদীর বাবা আবু আলম মুহাম্মদ আব্দুল হাই হেলালসহ কয়েকজন।

মামলার বাদী শাহীন আলম আশিক বলেন, ১৮ বছর আগে সন্ত্রাসী হামলার শিকার হয়েও ন্যায়বিচার পাইনি। কথা বলারইতো স্বাধীনতা ছিলো না, বিচার পাবো কীভাবে। দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে, আশা করি এবার সুষ্ঠু বিচার পাবো।

মোঃ ওয়াহেদুল করিম/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর