হাবিপ্রবি প্রতিনিধি: মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) এক কর্মচারী নিহত হয়েছেন। সোমবার বিকেলে দিনাজপুর -রংপুর মহাসড়কের পল্লী বিদ্যুৎ এলকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি আব্দুল মান্নান (৪৫) বিশ্ববিদ্যালয়ের যন্ত্র প্রকৌশল বিভাগের সিনিয়র ল্যাব টেকনিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি দিনাজপুরের বিরল উপজেলায়।দুর্ঘটনার পর পুলিশ তার লাশ উদ্ধার করে দিনাজপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৩টার দিকে আব্দুল মান্নান মোটরসাইকেল যোগে বিশ্ববিদ্যালয় থেকে নিজ বাড়ি বিরল যাচ্ছিলেন। পথিমধ্যে পল্লী বিদ্যুৎ এলাকায় বিপরীত দিকে থেকে আসা একটি ট্রাক ওভারটেকিং করার সময় মোটরসাইকেল আরোহীকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে আব্দুল মান্নান মারা যান।
পরে স্থানীয় জনতা এবং শিক্ষার্থীরা ট্রাকটিকে আটক করে। এসময় ঘাতক ট্রাকের চালকে আটক করা হয় এবং চালকের সহযোগী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এ ব্যাপারে দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিউর রহমান জানান, “পরিবার থেকে মামলা না হলে পুলিশের পক্ষ থেকে বাদী হয়ে সড়ক পরিবহন আইনে আজ রাতের মধ্যেই মামলা করা হবে। আমাদের পক্ষ থেকে আসামীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।”
এদিকে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কর্মচারী নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শোক বার্তায় নিহতের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
কামরুল হাসান/এমএ