শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
spot_img

নারীদের স্বাস্থ্যের সুরক্ষায় ভিসি বরাবর স্বারক লিপি প্রদান ববি ছাত্রদলের

ববি প্রতিনিধি: নারীদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের সুরক্ষাকল্পে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড.শুচিতা শরমিনের নিকট স্বারক লিপি প্রদান ও মানববন্ধন করেছেন ববি শাখা ছাত্রদল। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) নারীদের কথা বিবেচনা করে এই স্মারক লিপি ও মানববন্ধন করেন ছাত্রদলের নেতাকর্মীরা।

স্বারক লিপিতে উল্লেখ করা হয়, শিক্ষা ও কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ ও ক্ষমতাগত ন্যায্যতা বিধান নিশ্চিত করার ক্ষেত্রে নারীর মানসিক ও শারীরিক স্বাস্থ্যের সুরক্ষা একটি গুরুত্বপূর্ণ ইস্যু। আমাদের দেশে নারীর ক্ষমতায়ন নিয়ে নানান আলোচনা ও দৃশ্যগত উদ্যোগ দেখা গেলেও স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে এখন পর্যন্ত কোন পদক্ষেপ নেয়া হয়নি। এমনিতেই একজন নারী শিক্ষার্থীকে একজন পুরুষ পুরুষ শিক্ষার্থীর তুলনায় সামাজিক ভাবে অতিরিক্ত বাধা অতিক্রম করে এ পর্যায়ে পৌছাতে হয়। কিন্তু সুযোগ সুবিধা প্রদানে তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষার দিকটি যথাযথ বলে বিবেচিত হচ্ছে না।

এই বিষয়ে জানতে চাইলে বরিশাল বিশ্ববিদ্যালয় উপাচার্য ড. সুচিতা শরমিন বলেন, এর আগেও আমি নারীদের অধিকার রক্ষায় কাজ করেছি নিরাপদ নারীদের ক্যাম্পাস বিনির্মাণের লক্ষ্যে কাজ করে যাবো নারীদের পাশাপাশি ছেলেদের সহযোগিতা কামনা করেন।

কেন্দ্রীয় ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক ও বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক ছাত্রী বিষয়ক সম্পাদক জান্নাতুল নওরিন উর্মি বলেন, বিশ্ববিদ্যালয় জীবনে অনেকেই দেখেছি প্রসূতি থাকাকালীন নিয়মিত ক্লাস পরীক্ষার অংশগ্রহণে বেগ পাচ্ছেন। সন্তানের দেখাশোনার জন্য রেগুলার ক্লাসে পিছিয়ে যাচ্ছেন। আমরা চাই বিশ্ববিদ্যালয় পর্যায়ে অন্তত যৌক্তিক সমতা নিশ্চিত করার পদক্ষেপ নেওয়া হোক। এ লক্ষ্যে নারীর শারীরিক ও মানসিক পরিস্থিতি বিবেচনায় কিছু ছাড়-নীতি প্রয়োগ করা প্রয়োজন বলে আমরা মনে করি। স্বল্প খরচে বেবি কেয়ার সার্ভিস চালুর ব্যাপারে উদ্যোগ গ্রহণ।অন্তঃসত্ত্বা ছাত্রীদের জন্য এটেন্ডেন্সের হার সর্বোচ্চ ৪০% নির্ধারণ। বিশ্ববিদ্যালয় পর্যায় থেকে এমন উদাহরণ সৃষ্টি করা গেলে সারা দেশেও এর ইতিবাচক প্রভাব পড়বে বলে আমরা আশাবাদী।

ববি সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ও বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল কর্মী আজমাইন সাকিব বলেন, নারী স্বাস্থ্য বলতে শুধু প্রজনন স্বাস্থ্যই নয়, সব বয়সের নারীর শারীরিক, মানসিক ও সামাজিক দিক থেকে ভালো থাকাকেই বোঝায়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিশেষ করে নারীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য নিচে সচেতনতা একান্ত জরুরি।

সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী, মোসা: মরিয়ম বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল কর্মী এমনিতেই একজন নারী শিক্ষার্থীকে একজন পুরুষ শিক্ষার্থীর তুলনায় সামাজিকভাবে অতিরিক্ত বাঁধা অতিক্রম করে এ পর্যায়ে পৌঁছতে হয়। অথচ তারা পুরুষের সাথে তাল মিলিয়ে শিক্ষা ও কর্মক্ষেত্রে সমান অবদান রেখে চলেছে। কিন্তু সে অনুপাতে সুযোগ ও সুবিধা প্রদানে তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষার দিকটি যথাযথভাবে বিবেচিত হচ্ছে না বলে মনে করছি আমরা।
আরও উপস্থিত ছিলেন, শান্ত ইসলাম আরিফ, আজমাইন সাকিব, মাহমুদ ইমরান, জিহাদ খলিফা,কাফি,মোসাঃ মরিয়ম, রিফাত মাহমুদ,সাজ্জাদ হোসেন, রবিউল খান, হাবিবুর রহমান,মিরাজ,সাকিব মিয়া,রাহিকুল ইসলাম, আরাফাত, রিফাত, শুভ্র, মিধুল সহ প্রমুখ ছাত্রদলের নেতাকর্মী।

সাইফুল/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর