সোমবার, মে ২০, ২০২৪
spot_img

ঝরণার মতো চঞ্চল ওরা “উত্তাল-১৬” এখন ২য় বর্ষে

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: “মোরা উত্তাল, মোরা ঝরণার মতো চঞ্চল” প্রতিপাদ্য নিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ১৬তম আবর্তন “উত্তাল-১৬” এর প্রথম বর্ষপূর্তি উদযাপিত হলো। আনন্দ, উদ্দীপনা, গানে গানে এবং সামাজিক কাজে অংশগ্রহণের মধ্যে দিয়ে দিনটি উদযাপন করেছে শিক্ষার্থীরা।

বুধবার (৩১ জানুয়ারি) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ১৬ তম ব্যাচ উত্তাল’র প্রথম বর্ষপূর্তি ও ২য় বর্ষে পদার্পণ উদযাপন করা হয়েছে। এই উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের জয়ধ্বনি মঞ্চকে উত্তাল-১৬ নাম ফলকে সজ্জিত করা হয়। বিকাল ৪টায় শোভাযাত্রায় অংশ নেয় বিশ্ববিদ্যালয়ের ১৬তম ব্যাচের সকল বিভাগের শিক্ষার্থীরা, স্লোগানে মুখরিত হয় পুরো ক্যাম্পাস।

শোভাযাত্রা শেষে সকলে গানে গানে অংশ নেয় ক্যাম্পাস পরিচ্ছন্নতা অভিযানে। এসময় বিশ্ববিদ্যালয়ের চন্দ্রবিন্দু ক্যাফে, বিবিএ ও সমাজবিজ্ঞান অনুষদ এবং জয়ধ্বনি মঞ্চ প্রাঙ্গন পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নেয়। ছাত্র-ছাত্রীদের সাথে আরও অংশগ্রহণ করেন নজরুল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সঞ্জয় কুমার মুখার্জি। শিক্ষার্থীদের এই আয়োজনে অংশ নিয়ে তিনি বলেন, একটি ব্যাচের সৌন্দর্য হলো তার ঐক্যবদ্ধতা। বিশ্ববিদ্যালয়ের ১৬তম আবর্তন তাদের একতা ও সামাজিক কার্যক্রম পরিচালনার মধ্যে দিয়ে একদিন অনন্য উচ্চতায় চলে যাবে সেই আশাবাদ ব্যক্ত রাখি এবং এই ব্যাচের প্রতি শুভকামনা জানিয়ে সবার প্রতি ধন্যবাদ জ্ঞাপণ করছি।

ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্নতা শেষে কেক কাটায় অংশ নেয় উত্তাল-১৬ এর শিক্ষার্থীরা। এসময় প্রক্টর সঞ্জয় কুমার মুখার্জি সহ আরও উপস্থিত ছিলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শক ও উপদেষ্টা ড. মোহাম্মদ মেহেদী উল্লাহ।

উত্তাল-১৬ এর এক বছর পূর্তি উপলক্ষ্যে অনুভূতি জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ ১৬ তম আবর্তনের শিক্ষার্থী মোঃ তানভীর আহমেদ তূর্য বলেন, ১৬ ব্যাচ শুধু বন্ধু বান্ধবীদের নিয়ে গঠিত একটি ব্যাচ না একটি পরিবার। যারা সবসময় আমাকে নিজেদের কাছে আপন করে রেখেছে।

একই বিভাগের শিক্ষার্থী মোঃ তৌহিদুল ইসলাম বলেন, স্মৃতি মানুষকে হাসায়, এবং কখনো আবেগ তাড়িত করে। সুখ এবং দুখের স্মৃতিগুলো মনের ভিতর হানা দেয় বার বার, নস্টালজিক করে তোলে। আমি মাঝে মাঝে পুরনো স্মৃতিতে ডুব দেই, স্মৃতিগুলো আমার চিন্তাগুলোকে এলোমেলো করে দেয়, তারপরও আমি পুরনো স্মৃতি হাতরাই। আজ বিশ্ববিদ্যালয় যাত্রার ১ বছর পূর্ণ হলো।

মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী মোঃ শাহদাত হোসেন সাগর বলেন, দেখতে দেখতে এক বছর কেমনে চলে গেল বুঝেই উঠতে পারলাম না। মনে হচ্ছে কয়েক দিন আগেই বিশ্ববিদ্যালয়ে‌ এসেছিলাম।

২০২১-২২ শিক্ষাবর্ষে গুচ্ছ ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তারা আজকের দিনটিতে এসেছিলো নজরুল বিশ্ববিদ্যালয়ে। কবি নজরুলের কৈশোরের স্মৃতিবিজড়িত ময়মনসিংহ, ত্রিশালের এই পাবলিক বিশ্ববিদ্যালয়ের ১৬তম এই ব্যাচের নামকরণ করা হয় উত্তাল-১৬। ২০০৬ সালে প্রতিষ্ঠিত হয়ে বর্তমানে ১৭তম আবর্তনে পদার্পন করেছে বিশ্ববিদ্যালয়টি।

মোঃ সাইফুল ইসলাম সাজ্জাদ/এস আই আর

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর