সোমবার, মে ২০, ২০২৪
spot_img

কুড়িগ্রামে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার

পাভেল মিয়া, কুড়িগ্রাম: কুড়িগ্রামে চাঁদাবাজির মামলায় আলমগীর হোসেন ও শহিদুল ইসলাম নামে কথিত দুই সাংবাদিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৩১ জানুয়ারি) কুড়িগ্রাম সদর ও মোগলবাসা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, ২২ জানুয়ারি ধরলা নদীর তীর রক্ষা বাঁধের নির্মাণকাজের এস কে এমদাদুল হক আল মামুন ঠিকাদারি প্রতিষ্ঠানে ওই দুজন সাংবাদিক পরিচয়ে সাব ঠিকাদার জাহিদুল ইসলামের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আটককৃত দুই সাংবাদিক সাব ঠিকাদার জাহিদুল ইসলামকে মারধর করে তার কাছ থেকে ৮০ হাজার টাকা ছিনিয়ে নেয়।

এ ঘটনায় জাহিদুল ইসলাম ৩০ জানুয়ারি সদর থানায় ছিনতাই ও চাঁদাবাজি মামলা দায়ের করেন। পুলিশ বুধবার রাতে অভিযান চালিয়ে দুই সাংবাদিককে গ্রেপ্তার করে সকালে তাদের জেল হাজতে প্রেরণ করে। তারা দুজন সাংবাদিকতার নাম ভাঙিয়ে বিভিন্ন এলাকায় মানুষকে ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি করে আসছিল।

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর