শুক্রবার, মে ১০, ২০২৪
spot_img

পরীক্ষায় অসদুপায় অবলম্বনে ইবির ১২ শিক্ষার্থীকে শাস্তি

ইবি প্রতিনিধি: পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ১২ শিক্ষার্থীকে বিভিন্ন ক্যাটাগরিতে সাজা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তন্মধ্যে চার শিক্ষার্থীর পুরো সেমিস্টার বাতিল, সাত শিক্ষার্থীকে এক কোর্স বাতিল এবং অবশিষ্ট একজনকে সতর্ক করা হয়েছে।

রবিবার (২৪ মার্চ) বিকালে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো: আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গত ১৩ মার্চ উপাচার্যের কার্যালয়ে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত ৬৬তম পরীক্ষা শৃঙ্খলা কমিটির সভায় দোষী শিক্ষার্থীদের কারণ দশানোর রিপোর্ট, পরীক্ষা হল পর্যবেক্ষকের রিপোর্ট এবং ডিন অফিসের রিপোর্ট পর্যালোচনা করেই এ সিদ্ধান্তটি নেয়া হয়েছে।

এছাড়াও তিনি বলেন, পরীক্ষা শৃঙ্খলা কমিটির সভায় শিক্ষার্থীদের অসদুপায় অবলম্বনের কারণ প্রমাণিত হওয়ায় পরীক্ষা শৃঙ্খলা অধ্যাদেশের ৬(৩) ধারা অনুযায়ী ব্যবস্থাপনা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের দুই শিক্ষার্থীর এবং বাংলা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের দুই শিক্ষার্থীর এক সেমিস্টার করে বাতিল করা হয়েছে। বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের তিন শিক্ষার্থীর, লোক প্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থীর এবং ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের একই শিক্ষাবর্ষের এক শিক্ষার্থীর এবং আইসিটি বিভাগের একই বর্ষের দুই শিক্ষার্থীকে অধ্যাদেশের ৬ (১) ধারা অনুযায়ী একটি করে কোর্স বাতিল করা হয়েছে। এছাড়াও বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থীকে মোবাইল ব্যবহার না করতে সতর্ক করা হয়েছে।

রবিউল আলম/এস আই আর

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর