সোমবার, মার্চ ২৪, ২০২৫
spot_img

কর্মীদের উপর হামলা ও ভয়ভীতির অভিযোগে খলিলের সংবাদ সম্মেলন

মোঃ রাব্বি হাওলাদার, বেতাগী (বরগুনা): বরগুনার বেতাগীতে প্রতিদ্বন্দ্বী চিড়িং মাছ প্রতীকের প্রার্থী মাকসুদুর রহমান ফোরকান ও উড়োজাহাজ মার্কার প্রার্থী আব্দুস সোবাহানের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন বেতাগী উপজেলা পরিষদ নির্বাচনে মটর সাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী খলিলুর রহমান খান।

সোমবার (২০ মে) রাত ১০ টায় বেতাগী পৌরসভার ৭ নং ওয়ার্ডে তার নির্বাচনি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে লিখিত বক্তব্যে মো. খলিলুর রহমান খান বলেন, চেয়ারম্যান প্রার্থী মো. মাকসুদুর রহমান ফোরকান তার (খলিল) সমর্থক ও কর্মিদের বিরুদ্ধে নানা

মিথ্যাচার ও অপপ্রচার চালাচ্ছে। নির্বাচনি সুষ্ঠু পরিবেশ ব্যহত করার জন্য মাকসুদুর রহমান ফোরকানের ছোট ভাই মিজানুর রহমানের নির্দেশে চিহ্নিত সন্ত্রাসী ও হত্যা মামলার আসামী সাবেক ইউপি সদস্য মো: বশির আলম ও চিহ্নিত দালাল মো: রাজুর নেতৃত্বে আশেপাশের উপজেলার ভাড়াটে সন্ত্রাসী লোকজন এনে বিভিন্ন এলাকায় নেতা কর্মিদের উপর হামলা চালাচ্ছে এবং ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছে।

একইভাবে উড়োজাহাজ মার্কার প্রার্থী আব্দুস সোবাহানের লোকজন তার ভোটারদের ভয়ভীতি ও কর্মিদের উপর হামলা করছে।

খলিলুর রহমান বলেন, আমি প্রশাসনের নিকট একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে তাদের বিরুদ্ধে আইনীপদক্ষেপ গ্রহনের জন্য দাবি করেন, যাতে করে নির্বাচনে পেশী শক্তি ব্যবহারের কোনো সুযোগ না হয়।

এই অনুষ্ঠানে উপদেষ্টা ছিলেন, মাই টিভি, এস টিভি, এইসডি টিভি, ছিলেন অন্যান্য গনমাধ্যম কর্মীরা

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর