সাইফুর নিশাদ, মনোহরদী (নরসিংদী): মনোহরদীতে বেআইনী বালু ও মাটি ব্যবসায়ীরা এখন প্রায় অপ্রতিরোধ্য। ভ্রাম্যমান আদালতের জেল জরিমানা খননযন্ত্র ভাংচুর কোন কিছুতেই ঠেকানো যাচ্ছে না তাদের। প্রতিদিনই অব্যহত রয়েছে তাদের বালু ও মাটি বানিজ্য তৎপরতা।
ইটাখোলা থেকে কটিয়াদী পর্যন্ত সড়ক ও জনপথের রাস্তা প্রশসস্তকরনের কাজসহ নানা বাস্তবতায় এলাকায় বালু ও মাটির চাহীদা বৃদ্ধির কারনে মধ্যস্বত্বভোগী নতুন নতুন বালু ব্যবসায়ীর উত্থান ঘটছে মনোহরদীতে।
কম বিনিয়োগে অধিক মুনাফার কারনে এখানে খননকৃত নদী ও নদী তীরবর্ত্তী জমিতে বালু ও মাটির জন্য প্রতিনিয়তই হামলে পড়ছেন তারা।এ অবস্থায় নদী ও নদী তীরবর্ত্তী জমি থেকে খননযন্ত্রসহ এস্কেভেটর দিয়ে দিনরাত বালু উত্তোলন ও মাটি কাটা চলছে অপ্রতিরোধ্য গতিতে।
এর বিপরীতে মনোহরদী উপজেলা প্রশাসনের প্রায় প্রতিদিনই পরিচালিত ভ্রাম্যমান আদালতের অভিযানে জেল জরিমানা এস্কেভেটর আটক খননযন্ত্র ভাংচুরসহ নানা ব্যবস্থা গৃহীত হলেও বেআইনী বালু উত্তোলন ও মাটি কাটা বন্ধ হচ্ছে না।
জানা যায়, নতুন বছরের শুরু থেকে এ পর্যন্ত প্রায় ১৯টির মতো ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে এখানে এসবের বিরুদ্ধে। এতে কয়েকটি এস্কেভেটর আটকসহ সংশ্লিষ্ট ৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেয়া হয়েছে এবং ৯ লাখ টাকার মতো জরিমানাও আদায় করা হয়েছে। এর মধ্যে গত এক সপ্তাহ সময় কালের ভেতরই ভ্রাম্যমান আদালতের হাতে এখানে ৬ টি জেল জরিমানার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। তথাপি এখানে অবৈধ বালু ও মাটি ব্যবসা বন্ধ হচ্ছে না এখানে।
এ ব্যাপারে মনোহরদীর সহকারী কমিশনার (ভূমি) মারুফ দস্তেগীর জানান, বৈধপন্থায় বালু উত্তোলন ও মাটি খনন কোনটা নিয়েই তাদের কোন আপত্তি নেই।তবে বেআইনীভাবে এর যে কোন কার্যক্রমের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নিতে প্রশাসন বদ্ধ পরিকর।