মেহেদী হাসান মিরাজ,পঞ্চগড় প্রতিনিধি: পবিত্র শবে বরাত আজ। দেশে যথাযোগ্য মর্যাদায় আজ রোববার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে। হিজরি সালের শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতটি মুসলমানরা শবে বরাত বা সৌভাগ্যের রজনী হিসেবে পালন করেন। এ রাতটি ‘লাইলাতুল বরাত’ হিসেবেও পরিচিত কিন্তু।
শবেবরাত কোনো উৎসব,অনুষ্ঠানের রাত না এটা আমাদের মনে রাখা উচিৎ, বেশি বেশি নফল নামাজ,কোরআন তেলাওয়াত,যিকির,দোয়া-দরুদ শরীফ,ইস্তিগ্’ফার,তাহাজ্জুদ নামাজ ইত্যাদি নফল ইবাদতের মাধ্যমে রাত্রি যাপন করা এবং তওবা করা করা ইত্যাদি রাসূল (ﷺ) বলেন,,আল্লাহ মধ্য শাবানের রাতে আত্নপ্রকাশ করেন এবং মুশরিক ও হিংসুক ব্যতীত তাঁর সৃষ্টির সকলকে ক্ষমা করেন।
সুনানে ইবনে মাজাহ্:–১৩৯০ রাসূল (ﷺ) বলেন,যখন মধ্য শাবানের রাত আসে তখন তোমরা এ রাতে দাঁড়িয়ে সালাত (নামাজ) পড়ো এবং এর দিনে সওম রাখো। কেননা এ দিন সূর্য অস্তমিত হওয়ার পর আল্লাহ পৃথিবীর নিকটতম আকাশে নেমে আসেন এবং বলেনঃ কে আছো আমার নিকট ক্ষমাপ্রার্থী, আমি তাকে ক্ষমা করবো। কে আছো রিযিকপ্রার্থী, আমি তাকে রিযিক দান করবো। কে আছো রোগমুক্তি প্রার্থনাকারী, আমি তাকে নিরাময় দান করবো। কে আছো এই প্রার্থনাকারী। ফজরের সময় হওয়ার পূর্ব পর্যন্ত (তিনি এভাবে আহবান করেন)।
এসএ