মোঃ এ কে নোমান, নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় কারা হেফাজতে বাদশাহ প্রামাণিক (৫০) নামে এক হাজতীর মৃত্যু হয়েছে।
শনিবার (২৪ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে অচেতন অবস্থ্যায় ঐ হাজতীকে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ওই হাজতীকে মৃত ঘোষণা করেন। এর আগে রাত ৮টার দিকে তীব্র বুক ব্যাথায় জেলা কারাগারের ভেতরেই জ্ঞান হারিয়ে ফেলেন ঐ হাজতি।
নিহত বাদশাহ প্রামাণিক নওগাঁ সদর উপজেলার পিরোজপুর গ্রামের মৃত খবির উদ্দিন প্রামাণিকের ছেলে। গত বছরের ১৮ ডিসেম্বর থেকে মাদক মামলায় কারাগারে ছিলেন তিনি।
নওগাঁর জেলা কারাগারের সুপার নজরুল ইসলাম বলেন, রাতেও বাদশাহ স্বাভাবিক অবস্থ্যায় ছিলো। সকলের সাথে গল্পে মগ্ন থাকা অবস্থ্যায় হঠাৎ অসুস্থ্যতা অনুভব করলে তাৎক্ষণিক তাঁকে কারা হাসপাতালে নেওয়া হয়। এরমধ্যে সে জ্ঞান হারিয়ে ফেললে রাতেই বাদশাহকে জেনারেল হাসপাতালে নেওয়া হয়। এরপর জরুরী বিভাগে অচেতন অবস্থ্যায় বাদশাহর ইসিজি করলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
মৃত্যুটি স্বাভাবিক দাবী করে নজরুল ইসলাম আরো বলেন, এদিয়ে তিনবার মাদক মামলায় কারাগারে এসেছেন বাদশাহ। হার্ট অ্যাটাকে তাঁর মৃত্যু হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে ধারনা করছি। তাঁকে জরুরী চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে আমাদের পক্ষ থেকে আন্তরিকতার কমতি ছিলো না। ময়নাতদন্ত শেষে মরদেহটি নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
২৫০ শয্যা নওগাঁ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জাহিদ নজরুল চৌধুরী বলেন, হাসপাতালে আনার আগেই ওই হাজতির মৃত্যু হয়েছে। নিহতের শরীরের কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।