জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে ভূমিদস্যুদের অত্যাচার, জুলুম-নির্যাতনের প্রতিবাদে ও পরিবারের নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন করেছে একটি ভুক্তভোগী পরিবার। সোমবার (০৬ মে) দুপুরে সদর উপজেলার মহারাজপুর ঘোড়াস্ট্যান্ড মোড়ের একটি অফিসে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, শিবগঞ্জ উপজেলার মৃত আব্দুল ওদুদ বিশ্বাসের ছেলে মো. শরিফুল ইসলাম কাবু ডাক্তার। এসময় তিনি বলেন, আপন মামাতো ভাইয়েরা নানার একটি পৈত্রিক সম্পত্তিকে নিয়ে জোরপূর্বক দখল করার জন্য বিভিন্নভাবে হুমকি, ভয়ভীতি, নির্যাতন করে আসছে। এমনকি এসব জমিতে থাকা ফসলের গাছ কেটে ফেলছে তারা। এছাড়াও প্রাণনাশের হুমকি দিচ্ছে। এনিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছে পুরো পরিবার।
শরিফুল ইসলাম কাবু ডাক্তার আরও বলেন, অন্যায়ভাবে আমার বসতভিটাসহ আশেপাশের জমিজমা দখল করতে গত ২৯ এপ্রিল সকালে লাঠিসোটা, হাসুয়া, লোহার রডসহ বিভিন্ন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে প্রায় ৫০-৬০ জন লোকজন নিয়ে আমার বাড়িতে হামলা চালায়। আমার বাড়ির দরজা বন্ধ করে কলা, পেঁপে, সজিনাসহ বিভিন্ন সবজির গাছপালা কেটে ফেলে। এসময় আমি শিবগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করলেও এখন পর্যন্ত কোন সুবিচার না পায়নি।
তিনি আরও বলেন, ভূমিদস্যুরা আমার গর্ভধারিনী মায়ের এবং আমার ক্রয় জমি দখলে নিতে নানারকম পায়তারা করছে। এসব কাজে নেতৃত্ব দিচ্ছে শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের পারদিলালপুর গ্রামের মৃত আলিম মন্ডলের ছেলে মো. আতাউর রহমান, মো. আতাউর রহমানের ছেলে মো. শামিম মাস্টার, মো. রফিকুল ইসলাম রফিক, মো. শয়ন, মৃত ফাইজুদ্দিনের ছেলে মো. তোজাম্মেল হক। আমার পুরো পরিবার ভয়ে আতঙ্কে দিন পার করছে। আমি জীবনের নিরাপত্তা চাই।
এবিষয়ে অভিযোগ অস্বীকার করেন তোজাম্মেল হক। তিনি বলেন, রেকর্ড আমাদের নামে রয়েছে। স্বাভাবিকভাবেই আমরা জমিগুলো দখলে নিব। এছাড়াও গাছাপালা কাটার বিষয়ে তিনি বলেন, আমাদের জমিতে থাকা নিজের গাছপালা কাটব, না কি করব তা আমাদের একান্ত নিজস্ব ব্যাপার।
হানিফ মেহমুদ