নওগাঁ জেলা,প্রতিনিধিঃ নওগাঁর ধামাইরহাটে ছোয়া এগ্রো প্রোডাক্টস লিমিটেড’র রুপসী বাংলা ফিড ব্যবহার বিষয়ে ‘মৎস্য চাষী কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে।
ছোয়া এগ্রো প্রোডাক্টস লিমিটেড’র মৎস্য খাদ্য পরিবেশক প্রতিষ্ঠান মদিনা এগ্রো খাদ্য ভান্ডারের আয়োজনে ৩১ মে বেলা ১১টায় ধামইরহাট সরকারি এমএম ডিগ্রী কলেজ মিলনায়তনে পরিবেশক প্রভাষক হাবিবুর রহমানের সভাপতিত্বে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্য রাখেন ছোয়া গ্রপের ব্যবস্থাপনা পরিচালক মোঃ টিপু সুলতান।
এ সময় ছোয়া এগ্রো প্রোডাক্টস লিমিটেডের মহাব্যবস্থাপক মোঃ শফিউল্লাহ রূপসী বাংলা ফিডের গুনাগুন, বিভিন্ন প্রজাতির মাছের ক্ষেত্রে এটির ব্যবহার, বাজার চাহিদা, মাছের ম‚ল্যের সঙ্গে খাদ্য মুল্য সামঞ্জস্য, লাভজনক প্রজাতির মৎস্য চাষ, ইত্যাদি বিষয়ে বর্ণনা তুলে ধরেন। কর্মশালায় আরো বক্তব্য রাখেন সংস্থার এজিএম মাহবুবুর রহমান, সিনিয়র এরিয়া ম্যানেজার নাজমুল হক, মার্কেটিং অফিসার রবিউল ইসলাম, রূপসী বাংলা ফিড পরিবেশক ও বিশিষ্ট ব্যবসায়ী জহুরুল হক, রুহুল আমিন, মেহেদী হাসান, মো. মোসলেম উদ্দিন প্রমুখ।
কর্মশালায় মৎস্য ব্যবসায়ী, মৎস্যচাষী ও মৎস্যজীবি সহ বিভিন্ন শ্রেনি পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মোঃ এ কে নোমান ।