শনিবার, জুন ২১, ২০২৫
spot_img

ঈশ্বরদীতে পুকুরে গোসল করতে নেমে স্কুল ছাত্রের মৃত্যু

সিয়াম রহমান, ঈশ্বরদী (পাবনা): পাবনার ঈশ্বরদীতে পুুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিলয় হোসেন (১৫) নামের এক স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলার পাকশী ইউনিয়নের বাঘইল কলের খাদ পুকুরে এই ঘটনা ঘটে।

নিহত নিলয় ওই এলাকার জামাল প্রামাণিকের ছেলে এবং পাকশী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মেজবুল হকের ভাতিজা। নিলয় অত্র ইউনিয়নের আবুল হোসেন উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্র।

নিলয়ের চাচাতো ভাই পাকশী ইউপি সদস্য সজিব হোসেন জানান, দুপুরে কয়েকজন বন্ধুর সঙ্গে পুকুরে গোসল করতে যায় নিলয়। সাঁতার কম জানায় এক সময় পানিতে তলিয়ে যায় সে। পুকুরে গোসল করতে যাওয়া অন্যরা নিলয়কে ডুবে যেতে দেখে অচেতন অবস্থায় পানি থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঈশ্বরদী থানার এসআই মোঃ রবিউল ইসলাম জানান, বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে সাঁতার কম জানায় নিলয় পানিতে ডুবে মারা যায়। ঘটনাস্থল পরিদর্শন শেষে পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হয়েছে।

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর