বুধবার, সেপ্টেম্বর ১৮, ২০২৪
spot_img

ফুলবাড়ীতে কোচের সাথে এ্যাম্বুলেন্সের সংঘর্ষে নি’হত ১

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলায় ঢাকাগামী শ্যামলী পরিবহনের সাথে এ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে এ্যাম্বুলেন্সের চালক এহসান হোসেন নিহত হয়েছেন।

মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ী উপজেলার রাজারামপুর এলাকার গুপ্তা প্লাইউডের গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত এ্যাম্বুলেন্সের চালক এহসান হোসেন(২০) হাকিমপুর উপজেলার চন্ডিপুর গ্রামের হারেজ আলীর ছেলে। তিনি হাকিমপুর উপজেলার রায়হান কবিরের বে-সরকারী এ্যাম্বুলেন্সের চালক।

ঘটনা নিশ্চিত করেছেন, ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় শ্যামলী পরিবহণ নামের ঢাকাগামী একটি যাত্রীবাহী কোচ দিনাজপুর থেকে ঢাকা যাওয়ার পথে, দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ী উপজেলার রাজারামপুর এলাকায় হাকিমপুর থেকে ছেড়ে আসা (ঢাকা মেট্রো ছ -৭১-২১৮৭) বেসরকারি এ্যাম্বুলেন্সের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে এ্যাম্বুলেন্সটি দুমড়ে মুছড়ে যায়, এতে ঘটনাস্থলে ওই এ্যাম্বুলেন্স চালকের মৃত্যু হয়।

এই ঘটনায় এ্যাম্বুলেন্সে থাকা রোগিসহ ৭ যাত্রী গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়, অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদেরকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে ততক্ষণে  শ্যামলী পরিবহন গাড়ীটি পালিয়ে যায়।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান ঘটনা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে এ্যাম্বুলেন্সটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। মরদেহ হাসপাতালে রয়েছে। ঘাতক গাড়ীটি আটকের চেষ্টা চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

তাজকিরাতুল হক তানভীর/এস আই আর

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর