বৃহস্পতিবার, মে ১, ২০২৫
spot_img

পঞ্চগড়ে মে দিবস পালিত

মেহেদী হাসান মিরাজ, পঞ্চগড়: সারা দেশের ন্যায় যথাযোগ্য মর্যাদায় ‘‘শ্রমিক-মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” এই স্লোগানে পঞ্চগড়ে মহান মে দিবস পালিত হয়েছে।

আজ সোমবার (১ মে) সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয় চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে গিয়ে র‌্যালীটি শেষ হয়।

এসময় র‌্যালীতে জেলা প্রশাসক মোঃ জহুরুল ইসলাম, পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা, পৌর মেয়র জাকিয়া খাতন, জেলা আওয়ামী লীগের সভাপতি পঞ্চগড় ১ সংসদ সদস্য নাইমুজ্জামান মুক্তা ভূঁইয়া, পঞ্চগড় জেলা ট্রাক ট্যাংলড়ী, কভারভ্যান ও ট্রাক্টর পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজি নং-রাজ-২৬৪) সভাপতি আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক আকবর আলী, বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন (রেজি নং-রাজ ১৬৬০) সভাপতি বদিউজ্জামান বদু, সাধারণ সম্পাদক আব্বাস আলীসহ সকল শ্রমিক নেতা ও শ্রমিক সদস্যরা উপস্থিত ছিলেন ।

র‌্যালী শেষে অডিটোরিয়াম হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর