সোমবার, মে ২০, ২০২৪
spot_img

তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৭.১ ডিগ্রী সেলসিয়াস

মেহেদী হাসান মিরাজ, পঞ্চগড়: তেতুলিয়া গতকাল সোমবার (২২ জানুয়ারি) ভোর ও সকাল ৯টায় ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছিল। তার আগের দিন রোববার ১০ ডিগ্রি ও শনিবার ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।

গতকালের তুলনায় ৩ দশমিক ৩ ডিগ্রি তাপমাত্রার পারদ নেমে আজ ২৩ শে জানুয়ারি সকাল ৯ টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭.১ ডিগ্রী সেলসিয়াস। এ জেলায় বইছে মাঝারি শৈত্যপ্রবাহ। প্রায় দুই সপ্তাহ ধরে ভোর থেকে কুয়াশা ও হিমশীতলের বাতাসের কারণে তীব্রশীত অনুভূত হচ্ছে।

জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ভোর থেকে ঘন কুয়াশা। হিম বাতাসে ঝরছে শীতের পারদ। শহর ও গ্রামীণ সড়কগুলোতে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে।

শীতের তীব্রতায় জর্জরিত শিশু ও বৃদ্ধরা। লাগাতার শীতের কারণে দুর্ভোগ বেড়েছে খেটে খাওয়া মানুষদের। কাজকর্ম কমে যাওয়ায় তাদের দিন কাটছে অভাব-অনটনের ভেতর, প্রয়াজনের বাইরে সাধ্য হয় না কিছু কেনার।

এদিকে ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা বিরাজ করায় পঞ্চগড়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা পাঠদান বন্ধ থাকবে বৃহস্পতিবার পর্যন্ত।

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর