শুক্রবার, মে ১০, ২০২৪
spot_img

এসএসসি পরীক্ষার্থীকে অপহরণের অভিযোগ

মোস্তাফিজুর রহমান আকাশ, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানার ঢোলারহাট ইউনিয়নের ধর্মপুর গ্রামের নুর ইসলামের মেয়ে ঢোলারহাট বাজারের বড়দেশ্বরী হাট সড়ক থেকে এসএসসি পরীক্ষার্থী সোহাগী( ছদ্ম নাম) (১৬) কে অপহরণ করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এ বিষয়ে মেয়ের বাবা বলেন, আমার মেয়ে এসএসসি পরীক্ষার্থী। সে ২১ মার্চ বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে ব্যবহারিক বিষয়ের জন্য ঢোলারহাট বালিকা উচ্চ বিদ্যালয়ে যায়। পরে জানতে পারি সে বিদ্যালয়ে যায়নি । আমার সকল আত্মীয় স্বজনদের কাছে খোঁজ নেই, কিন্তু তাকে কোথাও খুঁজে পাই না।

একপর্যায়ে স্থানীয় কয়েকজনের মাধ্যমে জানতে পারি, আমার মেয়েকে রফিকুল ইসলাম নামে এক যুবক অজ্ঞাত একটি মাইক্রো বাসে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় পুলিশসহ সকলের সহযোগিতা কামনা করছি। আমি আমার একমাত্র মেয়েকে ফিরে পেতে চাই। সেই সাথে অপহরণের সাথে জড়িত, তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।
এ ঘটনায় ২১ মার্চ বৃহস্পতিবার রুহিয়া থানায় রফিকুল ইসলামসহ জরিত তিন জনের নাম উল্লেখ করে একটি অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানান মেয়ের বাবা।

এই বিষয়ে অভিযুক্ত রফিকুল ইসলামের বড় বোন জোছনা বেগম বলেন, আমার ছোট ভাই রফিকুল প্রবাসী ৩ মাসের ছুটি পেয়ে বাসায় আসছে। বাসায় আসার পরে বাসায় ঠিক মতো থাকে না। পাশের বাড়ির চাচাতো ভাই রফিকের বন্ধু হবে তার কাছে দিন রাত থাকে শুধু মাঝে মধ্যে বাসায় খাওয়ার জন্য আসে। অপহরণের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সোহাগী( ছদ্ম নাম) এর সাথে নাকি তার প্রেম ছিলো আর বিয়ে করতে চেয়েছিল তাকে তবে সোহাগী যেই দিন থেকে নিখোঁজ সেই দিন থেকে আমার ভাই ও বাসায় নেই যানি না আসলে বিষয় টা কি তারা দুজনে পালিয়েছে নাকি অন্য কিছু।

রুহিয়া থানার অফিসার ইনচার্জ গুলফামুল ইসলাম মন্ডল বলেন, এই বিষয় নিখোঁজ মেয়ের মা বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। তিনি বলেন বিষয়টি প্রেমঘটিত, তবে পুলিশ অপহরণকারীর খোঁজ খবর নেওয়ার চেষ্টা চালাচ্ছে, আশা করি মেয়েটিকে উদ্ধার এবং অপহরণকারীকে দ্রুত আইনের আওতায় আনা হবে।

এসএ

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর