সোমবার, মে ২০, ২০২৪
spot_img

নজরুল বিশ্ববিদ্যালয় হাল্টপ্রাইজ ফাইনালে ছয়টি দল

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের হাল্টপ্রাইজের সেমিফাইনাল রাউন্ডে উত্তীর্ণ সেরা ছয় দলের তালিকা প্রকাশিত হয়েছে। উত্তীর্ণ দলগুলো অন ক্যাম্পাস ফাইনালে অংশগ্রহণ করবে নিজেদের আইডিয়া নিয়ে।

১৯ই জানুয়ারি (শুক্রবার) হাল্টপ্রাইজ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় অন ক্যাম্পাস ২০২৩-২৪ সিজনের  সেমিফাইনালের ফলাফল প্রকাশিত হয়। সেমিফাইনাল রাউন্ডে উত্তীর্ণ সেরা ছয়টি দল যথাক্রমে টিম অষ্টধাতু, গ্লাডিয়েটর্স,  অর্গানিক ইনোভেটরস, কোর্সেলো, স্পিয়ারহেড, দ্যা ফ্যালকন ইত্যাদি।

সোমবার, ১৫ জানুয়ারি বেলা দেড়টায় সেমিফাইনালের আয়োজন সম্পন্ন হয় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের মার্কেটিং বিভাগের কক্ষে।

জাতিসংঘের সাস্টেইনেবল ডেভেলেপন্টের সতেরোটি লক্ষমাত্রা অনুযায়ী নিজেদের অনন্য সব সামাজিক ব্যবসায় আইডিয়া উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়পড়ুয়া তরুণ উদ্যোক্তরা। প্রথম রাউন্ডে সাবমিট করা ৫৯টি আইডিয়া থেকে সেরা ১০টি বিজনেস আইডিয়া নিয়ে অনুষ্ঠিত এই আয়োজনে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন নজরুল বিশ্ববিদ্যালয় ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক চন্দন কুমার পাল, মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক ড. আব্দুল মোমেন, হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের সহকারী অধ্যাপক জনাব মোঃ মিনহাজ উদ্দীন এবং ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক জনাব মোহাম্মদ তরিকুল ইসলাম জনি। 

উল্লেখ্য প্রতিবছর টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে বিভিন্ন প্রতিপাদ্যের মাধ্যমে আয়োজিত হয় শিক্ষার্থীদের ‘নোবেল প্রাইজ’খ্যাত হাল্ট প্রাইজ। হাল্ট প্রাইজের এবারের প্রতিপাদ্য ‘আনলিমিটেড’। বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে হাল্টপ্রাইজ আয়োজন করে থাকে।  ২০১৮ সাল থেকে এই প্রতিযোগিতাটির অনক্যাম্পাস রাউন্ড আয়োজন করে আসছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর