সোমবার, মে ২০, ২০২৪
spot_img

রাবির হলে জুতা চুরি করতে গিয়ে ধরা পড়ল চোর

মাফুজুর রহমান ইমন, রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে জুতা চুরি করতে গিয়ে আটক হয়েছেন এক যুবক।

রবিবার (২১ জানুয়ারি) বেলা সাড়ে ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হলে চুরি করতে গেলে হলের নিরাপত্তাকর্মীরা তাকে আটক করে। পরে মতিহার থানা পুলিশের কাছে তাকে সোপর্দ করা হয়।

আটক হওয়া ওই যুবকের নাম মো. জিসান (২২)। তিনি নগরীরর সাধুর মোড় এলাকার বাবুল হোসেনের ছেলে।

খোঁজ নিয়ে জানা যায়, শহীদ হবিবুর রহমান হলের ভেতরে গিয়ে একটা রুমে প্রবেশ করলে হলের এক আবাসিক ছাত্র অপরিচিত ওই যুবককে দেখে সন্দেহ করে। পরে বিষয়টি হলের এক মালিকে জানালে হলের নিরাপত্তাকর্মীসহ তারা কয়েকজন মিলে তাকে আটক করেন। এসময় তার কাছে ব্যাগভর্তি জুতা পাওয়া যায়।

এ বিষয়ে জানতে চাইলে শহীদ হবিবুর রহমান হলের প্রভোস্ট শরীফুল ইসলাম বলেন, বেলা সাড়ে ১১ টার দিকে চুরি করতে আসলে হল গার্ডের কাছে এক চোর ধরা পড়ে। পরে আমরা প্রক্টরকে জানালে তিনি মতিহার থানায় খবর দেন। দুপুরে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ঘটনাটি জানার পর আমি মতিহার থানার ওসিকে কল দেই। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে ওই যুবককে থানায় নিয়ে যায়।

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর