সোমবার, মে ২০, ২০২৪
spot_img

ইবির বৃহত্তর ঢাকা জেলা কল্যাণ সমিতির নেতৃত্বে সাইফুল ও সালমান

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বৃহত্তর ঢাকা ( ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ) জেলা থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন ‘ঢাকা জেলা ছাত্রকল্যাণ সমিতি’র ১ বছরের (২০২৩-২৪ কার্যবর্ষ) পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। সংগঠনটির লোক প্রশাসন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাইফুল ইসলাম সাইফ সভাপতি এবং হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের একই বিভাগের শিক্ষাবর্ষের শিক্ষার্থী জুবায়ের সালমান কে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।

সোমবার (৪ মার্চ) কমিটির সদ্য বিদায়ী সভাপতি মোয়াজ্জেম হোসেন আদনান, ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মুর্শিদ আলম, লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. বেগম রোকসানা মিলি ও ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মোঃ আলিনুর রহমান যৌথ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ সভাপতি আবদুল হাদী সাগর, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুদ্দিন রেদোয়ান ও ইশতিয়াক ফেরদৌস ইমন। সাংগঠনিক সম্পাদক জাহিদ বিন ফিরোজ, কোষাধ্যক্ষ শাকিল মীর, প্রচার সম্পাদক নিলয় রফিক, দপ্তর সম্পাদক মুবাশশির আমিন, সংস্কৃতি বিষয়ক সম্পাদক জান্নাতুল তামান্না, তথ্য বিষয়ক সম্পাদক নাহার বুশরা, ছাত্রী বিষয়ক সম্পাদক রেজোয়ানা মিতিল, ক্রীড়া সম্পাদক শাফিনুর রহমান তন্ময়।

কার্যনির্বাহী সদস্য পদে রাফিউল রেজা, সাকিব হাসান, বর্ণালী দাস বর্ণা, রাফি রহমান অয়ন ও সৈয়দ লুমান মনোনীত হয়েছেন।

এছাড়াও উপদেষ্টা মন্ডলীর সদস্য হিসেবে রয়েছেন ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মোঃ আলীনূর রহমান, দাওয়াহ এন্ড ইসলামিক স্ট্যাডিজ বিভাগের অধ্যাপক ড. মোঃ ইকবাল হোসাইন, হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের অধ্যাপক মোঃ আব্দুস শহীদ মিয়া, লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. বেগম রোকসানা মিলি, ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মুর্শিদ আলম, মোয়াজ্জেম হোসাইন আদনান, সুহায়লা রহমান দোয়া।

নব্য মনোনীত সভাপতি সাইফুল বলেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করি শিক্ষার্থীবান্ধব সংগঠন তৈরি করতে। নবগঠিত কমিটির সবাই চেষ্টা করবো জেলার ভাইবোনদের কল্যাণে কাজ করার, সবসময় তাদের পাশে থাকার। আশাকরি সবার সহযোগিতায় সংগঠন এগিয়ে যাবে।

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর