শুক্রবার, মে ১৭, ২০২৪
spot_img

নির্বাচন বর্জনের লক্ষ্যে কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের গণসংযোগ

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনে জনমত বৃদ্ধির লক্ষ্যে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে কিশোরগঞ্জ জেলা ছাত্রদল।

বুধবার (৩ জানুয়ারি) সকালে কিশোরগঞ্জ পৌর এলাকার ৭নং ওয়ার্ড বয়লা,পূর্ব – তারাপাশা, মোড়ল পাড়া এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন ছাত্রদলের নেতাকর্মীরা।

এতে নেতৃত্ব দেন কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম নিশাদ। এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম আবির, বন পরিবেশ বিষয়ক সম্পাদক এ এইচ এম দিপু, সহ অর্থনৈতিক সম্পাদক সোহাগ হোসেন, সদর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাশেদ রায়হান, গুরুদয়াল সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক এনামুল হক নাঈম, জেলা ছাত্রদল নেতা মেহেদী ও ৭ নং ওয়ার্ড ছাত্রদলের নেতৃবৃন্দ।

লিফলেট বিতরণ কালে শরিফুল ইসলাম নিশাদ বলেন, আগামী ৭ জানুয়ারি নির্বাচন বাংলাদেশের গণতন্ত্রের কফিনে সর্বশেষ পেরেক। এটা কোনো নির্বাচন হচ্ছে না, নির্বাচনের নামে ভাগবাটোয়ারার আয়োজন করা হয়েছে। এটি একটি তামাশা ছাড়া আর কিছু নয়। তরুণ প্রজন্মের ভোটাররাসহ সকলের প্রতি আমাদের আহ্বান, এই ডামি নির্বাচন বর্জন করুন। ভোটের দিন ঘরে থাকুন, ভোটকেন্দ্রে যাবেন না। ভোটকেন্দ্রে না গিয়ে এই অবৈধ নির্বাচনকে না বলুন। ভোটকেন্দ্রে আপনার না যাওয়াই হবে গণতন্ত্রের বিজয়।

তিনি আরো বলেন, বিএনপি দেশের মানুষের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আন্দোলন করে যাচ্ছে। তাই এ তামাশার ‘ডামি’ নির্বাচনে জনগণকে অংশগ্রহণ না করা আহ্বান জানায়।

জনতার বার্তা/এম এ

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর