শনিবার, মে ১১, ২০২৪
spot_img

আদমদীঘিতে চোরাই মোটরসাইকেল উদ্ধার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়া জেলার আদমদীঘি উপজেলার সদর ইউনিয়নের ডালম্বা গ্রামের মাজারের বিপরীত পাশে নওগাঁ-বগুড়া আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন  সরকারি জায়গায় তৈরিকৃত টিন সেডের একটি ওয়ার্কসপ থেকে চোরাই মোটরসাইকেল উদ্ধার সহ তিনজন সক্রিয় চোরকে গতরাতে আটক করেছে আদমদীঘি থানার পুলিশ সদস্যরা। 

এ বিষয়ে আদমদীঘি থানার উপ-পরিদর্শক ফেরদৌস হাসান বলেন, গতকাল রাত সাড়ে দশ ঘটিকার সময় রাত্রি কালীন দায়িত্ব পালন কালে  আদমদীঘি উপজেলার সদর ইউনিয়নের ডালম্বা গ্রামে অবস্থিত মাজারের বিপরীত পাশে নওগাঁ-বগুড়া আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন সরকারি জায়গায় তৈরিকৃত আনিছুর রহমানের টিন সেডের একটি ওয়ার্কশপে চোরাই মোটর সাইকেল কেনা-বেচা হচ্ছে এমন গোপন সংবাদ পেয়ে উর্ধতন কর্মকর্তাকে অবগত করে উল্লেখিত স্থানে আমার সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর সময় তিনজনকে আটক করলে অজ্ঞাত আরো কয়েক জন পালিয়ে যায়। সেখান থেকে বাজাজ ডিসকোভার-১২৫ সিসি রেজিস্ট্রেশন বিহীন নীল রঙের একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। 

আটককৃত আসামিরা হলো আদমদীঘি থানার সদর ইউনিয়নের ডালম্বা গ্রামের মৃত ইয়াছিন আলীর ছেলে আনিছুর রহমান (২৯) উপজেলার সান্তাহার পৌর শহরের বড়ো মালশন গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে মোতালেব হোসেন (২৩) সান্তাহার ইউনিয়নের উৎরাইল জাহানাবাজ গ্রামের সাইদুল কাজীর ছেলে রবিউল ইসলাম (২২) তাদের বিরুদ্ধে আদমদীঘি থানায় মামলা দায়ের করে আজ শনিবার দুপুরে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী বলেন, গতরাতে চোরাই মোটরসাইকেল কেনা বেচার সময় হাতে-নাতে আটককৃত আসামিদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে আজ দুপুরে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। 

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর