শুক্রবার, মে ১০, ২০২৪
spot_img

সান্তাহারে চাকুরি স্থায়ীকরণের দাবিতে নেসকো কর্মচারীদের বিক্ষোভ

আবু বকর সিদ্দিক বক্কর, আদমদীঘি (বগুড়া): বগুড়া জেলার আদমদীঘি উপজেলার সান্তাহারে আজ বেলা সাড়ে বারো ঘটিকার সময় চাকুরী স্থায়ীকরণের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন নেসকো সান্তাহার বিদ্যুৎ বিক্রিয় ও বিতরণ কেন্দ্রের মিটার রিডার ঐক্য পরিষদ।

আজ (২২ জানুয়ারি) সোমবার বেলা সাড়ে বারো ঘটিকার সময় সান্তাহার নেসকো কার্যালয়ে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জানা যায়, নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির চিপরেট কর্মচারীদের চাকুরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলো নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি কিন্তু প্রায় দুই দশক অতিবাহিত হলেও অধ্যবধি ওই কর্মচারীদের চাকরি স্থায়ীকরণ করা হয়নি। বর্তমানে স্মার্ট প্রি-প্রেইড মিটার স্থাপনের কাজ চলছে। এটা সম্পূর্ণ বাস্তবায়ন হলে উক্ত ইউনিটসহ রাজশাহী ও রংপুর বিভাগের ৫৫টি ইউনিটের প্রায় ৮ শতাধিক মিটার রিডার বেকার হয়ে পড়বেন। ফলে তারা চাকুরি স্থায়ীকরণের দাবিতে চলতি মাসের ১৫ তারিখ থেকে কর্মবিরতিসহ আন্দোলন করে যাচ্ছেন। এতে একদিকে তারা কর্মহীন হয়ে পরার আশংকায় দিনাতিপাত করছেন। অন্যদিকে বিদ্যুৎ গ্রাহকরা বিল পরিশোধে ভোগান্তির স্বীকার হচ্ছেন।

সান্তাহার বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ কেন্দ্রের মিটার রিডার ঐক্য পরিষদের বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন মতলুবুর রহমান, মতিউর রহমান, নাসিমুল হোসেন, আবু বকর সিদ্দিকসহ আরো অনেকে।

এস আই আর

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর