রবিবার, জুলাই ২০, ২০২৫
spot_img

নির্ধারিত কর্মসূচির ২য় দিনে ইবির বঙ্গবন্ধু হলে ছাত্রলীগের বৃক্ষরোপণ

রবিউল আলম, ইবি প্রতিনিধি: তীব্র তাপপ্রবাহ থেকে ক্যাম্পাসকে সুরক্ষিত রাখতে এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের লক্ষ্যে পূর্ব ঘোষিত ২ হাজারের অধিক বৃক্ষরোপণ বাস্তবায়ন কর্মসূচির অংশ হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে বৃক্ষরোপণ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

বুধবার (২৪ এপ্রিল) বিকাল ৫টার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ও বঙ্গবন্ধু হলের আবাসিক শিক্ষার্থী ফয়সাল সিদ্দিকী আরাফাতের নেতৃত্বে হলের বিভিন্ন স্থানে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ঔষধি ১০০টি গাছ রোপণ করা হয়।

বঙ্গবন্ধু হলের ছাত্রলীগ কর্মী রতন রয় বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছাত্রলীগের অংশগ্রহণে আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন হয়েছে। তীব্র গরমে পানির অভাবে গাছগুলো যেন মারা না যায় সে ব্যবস্থাও নিয়েছি। আমরা সকলকে বৈশ্বিক উষ্ণতা প্রতিরোধে নিজ নিজ আঙ্গিনায় গাছ লাগানো ও গাছের যত্ন নেওয়ার আহ্বান জানাই।

ইবি ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, আমাদের সপ্তাহব্যাপী ২ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আজকে বঙ্গবন্ধু হলে বিভিন্ন প্রজাতির ১০০টি গাছ লাগানো হয়েছে। আমরা চেষ্টা করবো ক্যাম্পাসের ৮টি আবাসিক হলে ৮০০টি গাছ লাগানোর। এতে একদিকে যেমন পরিবেশ সুন্দর হবে তেমনি আমাদের কর্মসূচিও তরান্বিত হবে।

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর