সোমবার, মে ৬, ২০২৪
spot_img

গুচ্ছভুক্ত পরীক্ষায় নিরাপত্তার চাদরে ১নং র‍্যাঙ্কিং দেখতে চান ইবি প্রক্টর

ইবি প্রতিনিধি: আসন্ন ২৭ এপ্রিল গুচ্ছভুক্ত ২৪ টি বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিট (বিজ্ঞান বিভাগ) পরীক্ষা শুরু হতে যাচ্ছে। এদিকে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কেন্দ্রে চলছে পুরোদমে প্রস্তুতি। বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি অক্ষুণ্ন রেখে প্রক্সিমুক্ত ও নকল মুক্ত পরিবেশ তৈরি সহ নিরাপত্তা ও শৃঙ্খলা উপ-কমিটির আন্তরিক দায়িত্বে সার্বিক নিরাপত্তার চাদরে ১ নং র‍্যাঙ্কিং এ দেখতে চান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ।

বুধবার (২৪ এপ্রিল) ভর্তি পরীক্ষা উপলক্ষে প্রক্টর অফিসে ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় সার্বিক সহযোগিতার মাধ্যমে ১নং র‍্যাঙ্কিং প্রত্যাশা করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. বাকী বিল্লাহ ও সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক ড. মো: আমজাদ হোসেন। এসময় পুলিশ, র‍্যাব, আনসার, রোভার স্কাউট-বিএনসিসি সহ প্রক্টরিয়াল বডির সদস্যরা নিরাপত্তায় কাজ করে যাবে বলে জানান তিনি।

তিনি বলেন, পরীক্ষা চলাকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু ও স্বাভাবিক রাখতে ভর্তি পরীক্ষার শৃঙ্খলা কমিটি ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। ক্যাম্পাসের ভেতরে ও বাহিরে র‍্যাবের টহলের সর্বক্ষণ ব্যবস্থা থাকবে। ভর্তি পরীক্ষা চলাকালীন ক্যাম্পাসের সর্বোচ্চ শৃঙ্খলা রক্ষার্থে আমরা বদ্ধপরিকর। ভর্তি পরীক্ষা যেনো নকল মুক্ত এবং প্রক্সি মুক্ত হয় সেজন্য আমাদের সর্বক্ষণ নজরদারি থাকবে। কোনো ধরণের অপ্রীতিকর পরিস্থিতি যেনো না ঘটে সেজন্য সকলের সহযোগিতা কামনা করছি।

শৃঙ্খলা রক্ষা কমিটি সূত্রে জানা যায়, বিএনসিসি রোভার স্কাউটের ৬২ জন সদস্য বিভিন্ন ভবনে দায়িত্ব পালন করবেন, পাশাপাশি ক্যাম্পাসের নিরাপত্তায় ১৭৫ জন পুলিশ সদস্য এবং ২৩ জন পোশাকধারী আনসার সদস্য দায়িত্বে থাকবেন।

এছাড়াও, ক্যাম্পাসে ১০০ জন ভ্যান চালকদের পোশাক ও আইডি কার্ড প্রদান করা হয়েছে অনুমতি সাপেক্ষে প্রয়োজনে তারা মেইন গেইট থেকে শিক্ষার্থীদের ভবনে পৌঁছে দেয়ার কাজ করবে। এছাড়াও পার্কিং করার ক্ষেত্রে কুষ্টিয়া হতে আগত শিক্ষার্থীদের ৩ নং গেইটে (ডরমেটরি গেইট) নামিয়ে দিয়ে শান্তিডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গাড়ি অবস্থান করবে এবং ঝিনাইদহ থেকে আগত শিক্ষার্থীদের শেখপাড়া বাজারে নামিয়ে দিয়ে ডিএম কলেজে গাড়িসমূহ অবস্থা করবে। শিক্ষার্থীদের দ্রুততর সময়ে হলে পৌছাতে শাখা ছাত্রলীগসহ ছাত্র সংগঠনগুলোর পক্ষ থেকেও বাইক সার্ভিসের ব্যবস্থা করা হয়েছে।

প্রসঙ্গত, শনিবার (২৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিট (বিজ্ঞান) এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী ০৩ মে (শুক্রবার) ‘বি’ ইউনিট (মানবিক) এর ভর্তি পরীক্ষা এবং ১০ মে (শুক্রবার) ‘সি’ ইউনিট (ব্যবসায়ী শিক্ষা) বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথমদিন বিজ্ঞান ইউনিটের ৬ হাজার ৪৪২ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় বসবে।

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর