সোমবার, মে ২০, ২০২৪
spot_img

ভালোবাসা দিবসে রাবি ছাত্রলীগের ফুল ও শীতবস্ত্র বিতরণ

মাফুজুর রহমান ইমন, রাবি প্রতিনিধি: “মানবিকতায় অগ্রদূত ছাত্রলীগ” শীর্ষক ব্যানারে বিশ্ব ভালবাসা দিবসে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগ বিশ্ববিদ্যালয়ের আশেপাশের এলাকার তিন শতাধিক ছিন্নমূল ও দারিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র ও গোলাপ ফুল বিতরণ করেছে। আজ বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে দুপুর ১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে দলীয় টেন্টে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।

কর্মসূচির বিষয়ে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিব বলেন, রাবি শাখা ছাত্রলীগ শীতের শুরুতেও এই কর্মসূচি গ্রহণ করেছিল। আজকে আমাদের চতুর্থ পর্যায়। প্রত্যেক মানুষের মাঝে ভালোবাসা ছড়িয়ে দিতে ভালোবাসা দিবসে আমাদের এই আয়োজন।

এসময় শাখা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু বলেন, আমরা রাবি ছাত্রলীগের দায়িত্ব পাওয়ার পর থেকেই গরীব অসহায় মানুষের পাশে দাড়ানোর চেষ্টা করেছি। এই শীতে এটা আমাদের শীতবস্ত্র বিতরণের চতুর্থ কর্মসূচি। ভালবাসা দিবসে অসাম্প্রদায়িক বাংলাদেশের প্রতিচ্ছবি ফুটিয়ে তুলতে আমাদের এই উদ্যোগ। এছাড়াও কেউ যদি শীতবস্ত্র না পেয়ে থাকে তাহলে আমি এবং আমার সাধারণ সম্পাদক গালিবের সাথে যোগাযোগ করলে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো।

উল্লেখ্য, এসময় শাখা ছাত্রলীগের শীর্ষ নেতাসহ সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এসএ

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর