শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
spot_img

ট্রান্সফরমার চুরির আন্ত:জেলা চোর চক্রের ২ সদস্য আটক, ৪টির সরঞ্জাম উদ্ধার

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে কৃষি জমিতে থাকা সেচ প্রকল্পের বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির আন্ত:জেলা চোরচক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। এছাড়াও চুরি হওয়া ট্রান্সফরমারের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। বুধবার (২৭ মার্চ) বেলা ৩টায় সদর মডেল থানায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় পুলিশ। এর আগে একই চক্রের মূলহোতাসহ দুইজনকে আটক করা হয়।

পুলিশ জানায়, রাতের অন্ধকারে কৃষকের ট্রান্সফরমার চুরি করতো আন্ত:জেলা চোরচক্রটি। এনিয়ে কৃষকরা মামলা দায়ের করলে তদন্ত শুরু করে পুলিশ। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার দিবাগত মধ্যরাতে অভিযান পরিচালনা করে ট্রান্সফরমার চুরির আন্ত:জেলা চোরচক্রের আরও দুইজনকে আটক করেছে সদর মডেল থানা পুলিশ।

তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে আন্ত:জেলা ট্রান্সফরমার চোর চক্রের মূলহোতা গোলাম রশিদ ওরফে রসুলকে চাঁপাইনবাবগঞ্জ ভোলাহাট উপজেলার জামবাড়ীয়া ইউনিয়নের হেলাচী গ্রাম হতে আটক করা হয়। তার দেয়া তথ্য মতে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ধানুর মোড়ে অভিযান পরিচালনা করে চুরি হওয়া ট্রান্সফরমারের ক্রেতা মোরসালিনকে আটক করে পুলিশ। তারা দুজনই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

পুলিশ আরও জানায়, বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ২৩ কেজি ৫০০ গ্রাম তামার মালামাল উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাতে এই চোরচক্রের আরও দুই সদস্য শিবগঞ্জ উপজেলার দেবীনগর সেলিমাবাদ গ্রামের খাইরুল ইসলাম ও সদর উপজেলার আলীনগর ডালিমবাড়ীয়া হতে আমিনুল ইসলামকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দুজনই ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনায় দুটি মামলা চলমান রয়েছে বলে জানায় পুলিশ। সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (নবাবগঞ্জ সার্কেল) মো. জাহাঙ্গীর আলম, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান, ওসি-তদন্ত এসএম মাকছুদুর রহমানসহ পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

হানিফ মেহমুদ

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর