পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় শহরে পাগলা কুকুরের আক্রমণে ১৩ জন আহত হয়েছেন। গতকাল বুধবার রাত ৮ টার পর থেকে শহরের বিভিন্ন স্থানে কুকুর কামড়ের এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের একজন সিনিয়র স্টাফ নার্সও রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়,গতকাল সন্ধ্যার পর থেকে কয়েকটি কুকুর রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল। হঠাৎ একটি পাগলা কুকুর মানুষের ওপর আক্রমণ চালায়। কুকুরটির কামড়ে বেশিরভাগ মানুষের পা জখম হয়। এ ঘটনার পর স্থানীয় লোকজন আতঙ্কিত হয়ে পড়েছেন এবং শিশুরা ঘরের বাইরে বের হতে ভয় পাচ্ছে।
এদিকে আহতদের মধ্যে কয়েকজন পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছে ও ভ্যাকসিন গ্রহণ করেছেন। একজন ভুক্তভোগী জানান, “আমি হঠাৎ লক্ষ্য করি যে একটি কুকুর আমার দিকে ছুটে আসছে। পালানোর চেষ্টা করলেও পেছন থেকে এসে আমার পায়ে কামড় দেয়।” ভুক্তভোগীদের মধ্যে অনেকেই আঘাতপ্রাপ্ত হয়েছেন, তবে কারও অবস্থা গুরুতর নয়।
পঞ্চগড় পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মো. আব্দুল কাদের জানান, “কয়েকটি কুকুর রাস্তায় তাণ্ডব চালাচ্ছে এবং এখন পর্যন্ত ১৩ জন কুকুরের কামড়ের শিকার হয়েছেন। আমরা কুকুরগুলো শনাক্ত করার চেষ্টা করছি এবং পৌরসভার পক্ষ থেকে কয়েকটি দল মোতায়েন করা হয়েছে সেগুলো ধরার জন্য।”
এদিকে পৌরসভা কর্তৃপক্ষ স্থানীয় বাসিন্দাদের প্রতি অনুরোধ জানিয়েছে, তারা যেন রাস্তায় চলাচলের সময় সতর্ক থাকেন। পাশাপাশি তারা কুকুরের কার্যকলাপ নিয়ে পৌরসভার সংশ্লিষ্ট দফতরে দ্রুত রিপোর্ট করার আহ্বান জানিয়েছে। তারা আরও জানিয়েছে যে, শহরের প্রতিটি এলাকায় টহল দল মোতায়েন করা হয়েছে এবং শিগগিরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে বলে আশা করছেন।
মোঃ ওয়াহেদুল করিম/এস আই আর